মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৫ জুলাই ২০২১, ১৬:৩৮

ইতালিতে রোমের সিটি নির্বাচনে বাংলাদেশিদের সমর্থন বামপন্থী দলের প্রার্থী

জমির হোসেন, ইতালি থেকে
ইতালিতে রোমের সিটি নির্বাচনে বাংলাদেশিদের সমর্থন বামপন্থী দলের প্রার্থী

আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত রোমের সিটি কর্পোরেশন নির্বাচন ২০২১। ইতোমধ্যে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তারমধ্যে বাংলাদেশি নাগরিকদের সমর্থন রয়েছে বামপন্থী ডেমোক্রেটিক পার্টি (পিডি)র মাউরো কালিস্তে। রোম সিটি নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী বাছাই পর্বে মাউরো এরই মধ্যে জয় লাভ করেছেন।

রোমের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় আসন্ন সিটি নির্বাচনে অনেক ভোট সমর্থন রয়েছে। এরই ধারাবাহিকতায় শুরু হয়েছে মত বিনিময় সভা নির্বাচনকে ঘিরে। অক্টোবরে সিটি কর্পোরেশন ছাড়াও এর অন্তর্ভুক্ত মোট ১৫ টি মিউনিসিপালিটিতেও অনুষ্ঠিত হবে ভোটাভুটি।

সম্প্রতি বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল থেকে বাম জোটের প্রেসিডেন্ট প্রার্থী বাচাই নির্বাচনে সদ্য বিজয়ী মাউরো কালিস্তে তার নির্বাচন প্রস্তুতিমূলক কর্মসূচীর সূচনা করেছেন। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে মাউরো ৫ নম্বর মিউনিসিপালিটি তরপিনাত্তারা জোনের বিশিষ্ট নাগরিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন। এতে অংশ নেন বাংলা কমিউনিটির ড.মোক্তার হোসেন। সভায় বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে আইনি পরামর্শক ড. মুক্তার সবাইকে ধন্যবাদ জানান একই সাথে বাংলাদেশিদের আস্থার সমর্থিত প্রার্থী হিসেবে মাউরো কালিস্তেকে অভিনন্দন জানান।

এ প্রসঙ্গে, ড.মোক্তার বলেন,আমরা জানি ২০২১ রোমের সিটি নির্বাচনে ১৫টি মিউনিসিপালিটির মধ্যে ৫ নং মিউনিসিপালে বাংলাদেশি ভোটারের সংখ্যা এক নম্বর ফলে এই নির্বাচনটি আমাদের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া অন্যান্য দলের তুলনায় একমাত্র ডেমোক্রেটিক পার্টি(পিডি) দল তাদের গঠনতন্ত্রে কাগজে-কলমে বিদেশীদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেন এবং নির্বাচন কমিশনে রেজিস্ট্রেট ফলে এই দলটি বিদেশিদের অফিসিয়াললি স্বীকৃতি দিচ্ছে। তাই আমাদের মৌলিক চাহিদাগুলো পূরনসহ অন্যান্যা সুবিধা আছে তা আদায় করা বিশেষ করে কর্মসংস্থান নিশ্চিত করা।

উল্লেখ্য,ইতালির শক্তিশালী বামপন্থী রাজনৈতিক জোটের মনোনীত প্রার্থী মাউরো কালিস্তে গত ২০ জুন বামজোটের প্রার্থী বাছাই নির্বাচনে বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান তিনি পাশাপাশি অক্টোবরের নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেন। নির্বাচনী এ অঞ্চলে বসবাসরত অভিবাসীদের মধ্যে বাংলাদেশিদের অবস্থান শীর্ষস্থানে থাকায় ৫ নম্বর মিউনিসিপালিটির আসন্ন এ নির্বাচন বহন করছে অপরিসীম সামাজিক ও রাজনৈতিক গুরুত্ব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়