প্রকাশ : ১৩ জুলাই ২০২১, ০৩:০৩
পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌরঝড় ! জিপিএস, মোবাইলে কতটা প্রভাব পড়তে পারে?
প্রতিঘণ্টায় ১.৬ মিলিয়নের গতিতে আজই ধেয়ে আসছে সৌরঝড়। মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র ন্যাশনাল এওরোনটিক্স ও স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের তরফে দেওয়া একটি বার্তায় জানানো হয়েছে যে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে এদিন জোরালো ধাক্কা দিতে চলেছে অই সৌরঝড়। দেখে নেওয়া যাক এই ঝড় সম্পর্কে কিছু তথ্য।
প্রতিঘণ্টায় ১.৬ মিলিয়নের গতিতে আজই ধেয়ে আসছে সৌরঝড়। মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র ন্যাশনাল এওরোনটিক্স ও স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের তরফে দেওয়া একটি বার্তায় জানানো হয়েছে যে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে এদিন জোরালো ধাক্কা দিতে চলেছে অই সৌরঝড়। দেখে নেওয়া যাক এই ঝড় সম্পর্কে কিছু তথ্য।
কোন কোন পরিষেবার পড়তে পারে প্রভাব!প্রসঙ্গত, বিদ্যুৎ থেকে শুরু করে প্রযুক্তিগত ক্ষেত্রে সৌরঝড়ের প্রভাব পড়তে পারে। নাসার তরফে জানানো হয়েছে, যে যেহেতু পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিতে সৌরঝড় প্রবাব ফেলতে পারে, তাই তার পরোক্ষে প্রভাব পড়তে পারে, বিদ্যুৎ সংযোগে।