বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২২ মে ২০২৫, ০৮:৫২

ফেসবুক প্রোফাইল ছবি ও অপরাধপ্রবণতা : চাঁদপুরে ঘটনা ও প্রেক্ষাপট

মো. আবদুর রহমান গাজী
ফেসবুক প্রোফাইল ছবি ও অপরাধপ্রবণতা : চাঁদপুরে ঘটনা ও প্রেক্ষাপট

বর্তমান ডিজিটাল যুগে ফেসবুক শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি হয়ে উঠেছে একজন ব্যক্তির ব্যক্তিত্ব, মনোভাব ও আচরণের প্রতিচ্ছবি। তবে সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা যাচ্ছেÑযেসব ব্যবহারকারী নিজেদের প্রকৃত ছবি ফেসবুকে ব্যবহার করেন, তাদের অপরাধপ্রবণতা তুলনামূলকভাবে কম। চাঁদপুর জেলায় এ ধরনের পর্যবেক্ষণের বাস্তব ভিত্তি রয়েছে, যেখানে একাধিক ফেক প্রোফাইল জড়িয়ে পড়েছে সাইবার অপরাধ, নারী নিপীড়ন, রাজনৈতিক অপপ্রচার ও অনলাইন ব্ল্যাকমেইলের মতো ঘটনার সাথে।

চাঁদপুরের বাস্তব ঘটনাবলি :

১. চাঁদপুরের ছেলে ফেক আইডির কবলে নিঃস্ব : (২০২৫-এর জানুয়ারি) চাঁদপুরের ফয়সাল আহমেদ নামের এক ছেলে খুলনার তানিয়া আক্তারের প্রেমের ফাঁদে পড়েন। এই তানিয়া আক্তার সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকার পাশাপাশি টিকটকে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে ভাইরাল হওয়ার চেষ্টা করতেন। এ নিয়ে পারিবারিক কলহও সৃষ্টি হয়েছিলো বলে অভিযোগ উঠে। তার ফেইসবুক লিংক যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/ধপযড়ষ.হরষষ.৩৫। তানিয়া আদালতে আসার সাত ঘন্টা আগেও একটি ভিডিও টিকটক লিংক পোস্ট করেন। তার সাবেক স্বামীর করা মামলায় অবশেষে জেল হাজতে যান।

২. কলেজছাত্রীর নামে ভুয়া আইডি খুলে ব্ল্যাকমেইল (জানুয়ারি ২০২৩) : চাঁদপুর শহরের এক কলেজছাত্রী থানায় অভিযোগ করেন—তার নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে আপত্তিকর ছবি ও ম্যাসেজ ছড়ানো হচ্ছে। তদন্তে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি তার প্রোফাইলে নিজের কোনো আসল ছবি ব্যবহার করেনি, বরং বীর মুক্তিযোদ্ধার ছবি ব্যবহার করে মানুষের সহানুভূতি আদায় করছিলো।

৩. রাজনৈতিক চরিত্রহননের চেষ্টা (ডিসেম্বর ২০২২) : চাঁদপুর সদর উপজেলার স্থানীয় এক রাজনৈতিক নেতার নামে চালু করা হয় একটি ফেক প্রোফাইল, যেখান থেকে উস্কানিমূলক ও কুরুচিপূর্ণ বক্তব্য ছড়ানো হচ্ছিলো। প্রোফাইলটির ছবি ছিলো সম্পূর্ণ ভুয়া—একটি আফ্রিকান অভিনেতার ছবি ব্যবহার করা হয়েছিলো। এ ঘটনায় থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।

৪. প্রেমের ফাঁদ ও প্রতারণা (২০২১) : হাজীগঞ্জ উপজেলার এক নারী অভিযোগ করেন, তিনি একজন পুরুষের প্রেমে পড়েছেন, যিনি ফেসবুকে অত্যন্ত সুপরিচিত ও সম্মানজনক চেহারার ছবি ব্যবহার করেন। সম্পর্ক গভীর হওয়ার পর দেখা যায়, সেই ছবি ভুয়া এবং প্রতারক ব্যক্তি তার থেকে মোবাইল ও অর্থ হাতিয়ে নিয়েছে। ভুক্তভোগী থানায় জিডি করেন এবং প্রতারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

পুলিশ ও সাইবার ইউনিটের বক্তব্য

চাঁদপুর জেলা পুলিশের একজন কর্মকর্তা জানান, “বেশিরভাগ অনলাইন অপরাধ ফেক আইডি থেকেই সংঘটিত হচ্ছে। অপরাধীরা নিজের ছবি বা প্রকৃত পরিচয় প্রকাশ না করেই সাইবার হুমকি, প্রতারণা ও মানহানিকর কাজ করে। আমরা জনগণকে উৎসাহ দিচ্ছি, যেন তারা প্রকৃত নাম-পরিচয় ও ছবি ব্যবহার করে সামাজিক মাধ্যম ব্যবহার করেন।”

২০২৩ সালে চাঁদপুরে সাইবার অপরাধ সংশ্লিষ্ট অভিযোগের সংখ্যা ছিলো প্রায় ৭০টির মতো, যার মধ্যে ৬০টির বেশি অভিযোগই ভুয়া প্রোফাইল ও গোপন পরিচয় ব্যবহারকারীদের বিরুদ্ধে।

এসব ঘটনা থেকে পরিষ্কার বোঝা যায়, ফেসবুকে নিজের আসল ছবি ও পরিচয় প্রকাশকারী ব্যবহারকারীরা অনেক বেশি সচেতন, দায়িত্বশীল এবং অপরাধপ্রবণতা থেকে দূরে থাকেন। পরিচয় গোপন রেখে যারা ফেসবুক চালান, তাদের অনেকেই অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পান বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ফেসবুক নিরাপত্তা টিপস

১. প্রকৃত নাম ও ছবি ব্যবহার করুন–নিজের পরিচয় প্রকাশ করা ফেসবুকের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়ায়।

২. প্রোফাইলের গোপনীয়তা নিয়ন্ত্রণ করুন–প্রোফাইল তথ্য ‘ঋৎরবহফং ঙহষু’ বা ‘ঈঁংঃড়স’ করে সেট করুন।

৩. দু’স্তরের নিরাপত্তা (ঞড়ি-ঋধপঃড়ৎ অঁঃযবহঃরপধঃরড়হ) চালু রাখুন–এতে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি কমে।

৪. অপরিচিত কারো ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করবেন না–অপরিচিত বা সন্দেহজনক প্রোফাইল থেকে আসা অনুরোধ এড়িয়ে চলুন।

৫. কোনো তথ্য বা পোস্ট শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করুন।

৬. পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করুন–সহজে অনুমানযোগ্য পাসওয়ার্ড ব্যবহার করবেন না।

সাইবার অপরাধের বিরুদ্ধে করণীয়

১. অপরাধমূলক পোস্ট বা বার্তা পেলে রিপোর্ট করুন–ফেসবুক রিপোর্ট অপশন ব্যবহার করে সেই অ্যাকাউন্ট রিপোর্ট করুন।

২. থানায় বা সাইবার অপরাধ বিভাগে অভিযোগ করুন–চাঁদপুরে সাইবার হেল্প ডেস্ক চালু আছে। প্রয়োজনে সরাসরি থানায় গিয়ে অভিযোগ জানানো যায়।

৩. প্রমাণ সংরক্ষণ করুন–হুমকি, চাঁদাবাজি বা হয়রানির স্ক্রিনশট, লিংক, ম্যাসেজ প্রমাণ হিসেবে সংরক্ষণ করে রাখুন।

৪. সচেতনতা কর্মসূচিতে অংশ নিন–স্কুল, কলেজ বা সামাজিক সংগঠনে সাইবার নিরাপত্তা বিষয়ক আলোচনা বা সেমিনারে অংশগ্রহণ করুন।

৫. অভিভাবকদের নজরদারি জরুরি-কিশোর-কিশোরীদের অনলাইন কার্যক্রমে অভিভাবকদের সচেতন দৃষ্টি অপরিহার্য।

চাঁদপুরসহ সারা দেশে অনলাইন অপরাধ রোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সচেতনতা ও জবাবদিহিতার চর্চা। ফেসবুক ব্যবহারকে যদি আমরা স্বচ্ছ, নিরাপদ ও সামাজিকভাবে ইতিবাচক রাখতে চাই, তাহলে ব্যবহারকারীদের উচিত হবে নিজেদের প্রকৃত পরিচয় ও ছবি ব্যবহার করা। সেই সাথে প্রশাসন, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই বিষয়ে উদ্বুদ্ধ করা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়