প্রকাশ : ১৭ নভেম্বর ২০২১, ০০:০০
আড়াইশ’ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি
সম্মিলিত প্রচেষ্টায় হাসপাতালটি চিকিৎসা সেবায় মডেল হবে বলে আশা করি
আমার এই ১২ বছরে আজকে হাসপাতালটিকে নিজের হাসপাতালের মতো মনে হলো
‘নতুন তত্ত্বাবধায়ককে নিয়ে আমরা খুবই আশাবাদী যে তাঁর নেতৃত্বে এ হাসপাতালটি সঠিকভাবে পরিচালিত হবে। তিনি তারুণ্যদীপ্ত মানুষ। আমার বিশ্বাস তিনি পারবেন হাসপাতালটিকে মানুষের সেবার জায়গায় নিয়ে যেতে।’
|আরো খবর
আড়াইশ’ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের নবাগত তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমানকে নিয়ে এভাবেই প্রত্যাশার কথা জানালেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তিনি হাসপাতালের ডাক্তারদের উদ্দেশ্যে বলেন, এখানে এসে রোগীরা যাতে যথাযথ সেবা পায় সেটি নিশ্চিত করতে হবে। ডাক্তাররা যাতে হাসপাতালে তাঁর আগমন-প্রস্থানের যে নির্ধারিত সময় আছে তা সঠিকভাবে মেনে চলেন। তাঁরা ব্যক্তিগত চেম্বার করবেন ঠিক আছে, কিন্তু সরকারি ডিউটির সময় নয়। আবার সরকারি হাসপাতালে বসে প্রাইভেট চেম্বারের রোগী দেখবেন সেটাও যাতে না হয়।
শিক্ষামন্ত্রী গতকাল মঙ্গলবার আড়াইশ’ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপ্রধানের বক্তব্যে এসব কথা বলেন। গতকাল দুপুরে হাসপাতালের সভাকক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উন্মুক্ত আলোচনায় আলোচকগণ হাসপাতালে লোকবল সঙ্কট, প্রয়োজনীয় মেশিনের অভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিভাগ বন্ধ হয়ে থাকা, কিছু কিছু চিকিৎসকের অব্যাহত অনিয়ম, হাসপাতালের অবকাঠামো সঙ্কটসহ নানা বিষয় তুলে ধরেন। প্রত্যেকটি সমস্যার বিষয় ডাঃ দীপু মনি নোট করেন এবং তাঁর আলোচনায় এসব সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন। শুধু তাই নয়, মিটিংয়ে বসেই ডাঃ দীপু মনি স্বাস্থ্যমন্ত্রীর সাথে কিছু কিছু বিষয় নিয়ে কথা বলেন এবং সমাধানের আশ্বাসের কথা জানান।
ডাঃ দীপু মনি হাসপাতালের বর্তমান ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আমার এই ১২ বছরে আজকে এসে হাসপাতালটিকে নিজের হাসপাতালের মতো মনে হলো। এর আগে যতবার এসেছি কোনো না কোনো সমস্যা আমার চোখে পড়েছেই। কিন্তু আজকে এসে মনে হলো যে সঠিক ব্যক্তির হাতেই তত্ত্বাবধায়কের দায়িত্ব পড়েছে। পরিচ্ছন্ন পরিবেশ এবং অনেকটা পরিপাটি। তিনি হাসপাতালের অবকাঠামো সঙ্কট দূর করার বিষয়ে বলেন, আমি আজকেও খোঁজ নিলাম। ফাইল দ্রুত এগুচ্ছে। সহসা নতুন ভবন বরাদ্দ পাওয়া যাবে। তখন হাসপাতাল কম্পাউন্ডের ভেতরেই আরেকটি ভবন করা হবে। এরপর আর অবকাঠামো সমস্যা থাকবে না।
ডাঃ দীপু মনি হাসপাতালের কিছু কিছু ডাক্তারের ডিউটি করার অনিয়ম বিষয়ে বলেন, আমি ইতিপূর্বে অনেকবার বলেছি। আজকে শেষবারের মতো বলছি, আপনারা যারা এসব অনিয়ম করে আসছেন, তাঁরা যদি নিজেদের পরিবর্তন না করেন, তাহলে আমি তাঁদের বিষয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। তাঁদের এখান থেকে চলে যেতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, এখানে যাঁরা আছেন সবাই চান জেলার এই হাসপাতালটি ভালোভাবে চলুক, এখানে এসে মানুষ তার প্রাপ্য সেবাটুকু পাক। আমি প্রত্যাশা করবো সকলের সম্মিলিত প্রচেষ্টায় হাসপাতালটি চিকিৎসা সেবায় মডেল হিসেবে গড়ে উঠবে।
হাসপাতালের নবাগত তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান তাঁর বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এতো কম বয়সে হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্ব খুব কম ডাক্তারেরই হয়। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী যে বিশ্বাস ও আস্থা রেখে আমাকে এ দায়িত্ব দিয়েছেন, আমার বিশ্বাস আমি তা পারবো। আগামী জুন মাস নাগাদ হাসপাতালটিকে অটোমেশন পদ্ধতিতে নিয়ে আসার লক্ষ্য নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। আশাকরি সফল হবো। আমি সকলের সহযোগিতা কামনা করছি।
সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার), চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ জামাল সালেহ উদ্দিন আহমেদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সভাপতি কাজী শাহাদাত, জেলা বিএমএর সভাপতি ডাঃ মোঃ নূরুল হুদা, শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু ও চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এএইচএম আহসান উল্লাহ।
জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন্নবী মাসুমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের আরএমও ডাঃ সুজাউদ্দৌলা রুবেল। সভায় উপস্থিত ছিলেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ সালেহ আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, নারী নেত্রী অধ্যাপিকা মাসুদা নূর খান প্রমুখ।
এদিকে শিক্ষামন্ত্রী হাসপাতালে গেলে তাঁকে চিকিৎসকগণ ফুলেল শুভেচ্ছায় উষ্ণ অভিনন্দন জানান। তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং মেডিকেল কলেজও পরিদর্শন করেন।