মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   স্বামীর সঙ্গে ঝগড়া, স্ত্রীর আত্মহত্যা
  •   ভারতকে কড়া বার্তা শ্রম উপদেষ্টার
  •   আধুনিক নৌ টার্মিনাল প্রকল্প পরিদর্শনে চাঁদপুরে নৌপরিবহণ উপদেষ্টা
  •   ডাকাতিয়া নদী ও সিআইপি অভ্যন্তরস্থ খাল খননসহ ৫ দফা দাবিতে সংগ্রাম কমিটির সংবাদ সম্মেলন

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০০:০০

আমরা নহে দেবী, নহে সামান্য নারী আমরা নারী, আমরাই পারি, আমরাই বিজয়ী
তানিয়া ইশতিয়াক খান

নারী উদ্যোক্তা সৃষ্টি ও উদ্যোক্তাদের সার্বিক সহায়তা, আর্থিকভাবে স্বাবলম্বী, নিজ পরিচয়ে পরিচিত হওয়া ও নারী ক্ষমতায়নের লক্ষ্যে পুরাণবাজারে অবস্থিত খানস্ ধাবায় ২৬ ফেব্রুয়ারি ২০২০ সালে চাঁদপুরের নারীদেরকে নিয়ে একটি নারী উদ্যোক্তা সংগঠন ‘বিজয়ী’ প্রতিষ্ঠা করি। আলহামদুলিল্লাহ দীর্ঘ দুই বছর ফ্রি প্রশিক্ষণসহ নানা রকম সামাজিক কার্যক্রম করে নভেম্বর ২০২২ সালে বাংলাদেশ মহিলা অধিদফতর থেকে বিজয়ী-নারী উন্নয়ন সংস্থা নামে (রেজিস্ট্রেশন নং-জেমবিককা/চাঁদ/১৫৩)) নিবন্ধন পাই এবং ২০২৩ সালে চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয় থেকে যুউঅ/চাঁদ/২০২৩-০৩ নিবন্ধন সনদ পাই, যা বিজয়ী-যুব নারী উন্নয়ন সংস্থা নামে।

নারীর সক্ষমতা অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিজয়ী। ২০টি ফ্রি প্রশিক্ষণের মাধ্যমে গত বছর পাঁচ শতাধিক নারীকে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করে নতুন নারী উদ্যোক্তা তৈরি করেছে। ২০২৩ সালে আমাদের টার্গেট সাত শতাধিক নারীকে হাতে-কলমে প্রশিক্ষণ করানো। সেই লক্ষ্যে ১৩টি হাতে কলমে ফ্রি কোর্সে তিন শতাধিক শিক্ষার্থী ও নারীকে প্রশিক্ষণ প্রদান করেছি।

বিজয়ী থেকে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের ‘বিজয়ী অ্যাওয়ার্ড’-এর মাধ্যমে সনদপত্র ও সম্মাননা প্রদান করা হয়েছে। নতুন উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে বিজয়ী সেলাই মেশিন প্রদান করে। এছাড়া শুধু অনলাইন নয় অফলাইনে পণ্য বিক্রয়ের জন্যে বিজয়ী মেলার আয়োজন করে সেখানে উদ্যোক্তাদের ফ্রি স্টল প্রদান করে অফলাইনে পণ্য ডিসপ্লে ও সেলসের ব্যবস্থা করে দিচ্ছে। বিজয়ী ফেসবুক গ্রুপে ১০৫০০ + সদস্য নিয়ে অনলাইন মাকেটিং গ্রুপে পণ্য ও সেবা ক্রয়-বিক্রয়ের সুযোগ করে দিয়েছে। তাছাড়া উদ্যোক্তাদের সাক্ষাৎকার বিভিন্ন মিডিয়াতে প্রচার করাসহ লাইভে তাদের পণ্য সম্পর্কে ব্যাপক প্রচারণার ব্যবস্থা করা হয় বিজয়ীর মাধ্যমে। পুঁজির অভাব দূরীকরণের লক্ষ্যে বিভিন্ন ব্যাংক থেকে স্বল্প ইন্টারেস্টে বিনা জামানতে ঋণের ব্যবস্থা করেছে বিজয়ী।

‘আমরা নহে দেবী, নহে সামান্য নারী আমরা নারী, আমরাই পারি, আমরাই বিজয়ী’ এই স্লোগান নিয়ে নারী উন্নয়নে কাজ করে একজন নারী সংগঠক ও সংগঠন হিসেবে ভাল কাজের স্বীকৃতি স্বরূপ নি¤েœাক্ত অর্জন সমূহ আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছে।

১. সফল নারী উদ্যোক্তা সম্মাননা : হাজীগঞ্জ ই-কমার্স প্লাটফরম।

২. রীন নাম করা নারী পদক : রীন পাওয়ার ওয়াইট।

৩. নতুন কুঁড়ি সম্মাননা পদক : নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন।

৪. শ্রেষ্ঠ নারী সংগঠক সম্মাননা পদক : ক্রাইম অ্যাকশন ২৪ নিউজ ডট কম।

৫. শ্রেষ্ঠ নারী সংগঠক সম্মাননা : জাতীয় সাংবাদিক সংস্থা

৬. শ্রেষ্ঠ নারী সংগঠন সম্মাননা পদক ২০২৩ : একাত্তর কণ্ঠ ও একাত্তর ফাউন্ডেশন, ইউএসএ।

দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, জেলা প্রশাসক ও মাননীয় মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি, নারী উদ্যোক্তাদের জন্যে সবচেয়ে বেশি প্রয়োজন হলো প্রশিক্ষণ। আমাদের স্কুলগুলোতে শারীরিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন হাতের কাজের প্রশিক্ষণ নিয়ে প্রতি সপ্তাহে ১টি ক্লাস নেয়ার ব্যবস্থা থাকলে, লেখাপড়ার পাশাপাশি সবসময়ে নারীরা ঘরে বসে বিভিন্ন পণ্য তৈরি করতে পারবে আর স্কুল লাইফ থেকে সে উদ্যোক্তা হওয়ার মানসিক প্রস্তুতি নিতে পারবে। এছাড়া সরকারি সহযোগিতা, নারী উদ্যোক্তা বান্ধব বাজেট থাকলে নারীরা সফলভাবে বিনিয়োগে আসবেন--এই বিষয়ে কোনো সন্দেহ নেই। নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, ভ্যাট, ইনকাম ট্যাক্স সংক্রান্ত হিসাবাদি, জেন্ডার গ্যাপ ইনডেক্স, ব্যাংক ঋণ, বিএসটিআই অনুমোদন, ট্রেড লাইসেন্সের কাজ সহজীকরণ করলে এবং সেই সাথে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীর জন্য সরকারের পক্ষ থেকে নিয়মিত কিছু প্রদর্শনী বা মেলার আয়োজন করলে তারা তাদের কাজ সামনে তুলে ধরতে পারবেন। তাতে করে আমাদের উদ্যোক্তাদের পণ্য সামনা সামনি সবাই দেখতে পারবেন এবং এতে করে নেটওয়ার্কিং-এর একটা প্ল্যাটফর্মও তৈরি হয়। তাই একটা প্রত্যাশা রেখে শেষ করছি, নারী উদ্যোক্তাদের জন্যে কেবল শুধু বরাদ্দই নয়, একটি সুন্দর ও সুস্থ নারী উদ্যোক্তাবান্ধব অর্থনীতি তৈরি করতে প্রয়োজনীয় রূপরেখা ও দেশের অর্থনৈতিক বাজেট প্রণয়নের সময় অর্থনীতির পালে নারী উদ্যোক্তারা যে হাওয়ার যোগান দেন সেটিতেও লক্ষ্য রাখতে হবে, আমলে নিতে হবে।

ধন্যবাদান্তে- তানিয়া ইশতিয়াক খান

প্রতিষ্ঠাতা, বিজয়ী (নারী উন্নয়ন সংস্থা)

ফোন নং : ০১৭৩৬৮৬০৫৬৮, ০১৬৭০৯০৭৯৭০

E-mail:[email protected]

Website:www.bijoyi.org

গ্রুপ : https://www.facebook.com/groups/950080932270346/?ref=share_group_link

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়