প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০০:০০
চাঁদপুর শহরে নারী উপস্থাপকের সংখ্যা খুব বেশি নয়। তন্মধ্যে তাছলিমা মুন্নির উপস্থাপনা শ্রুতিমধুর। তিনি পেশায় একজন শিক্ষক। ফরিদগঞ্জের ধানুয়া মাদ্রাসার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। থাকেন চাঁদপুর শহরে। নিজ প্রতিষ্ঠানের কোনো অনুষ্ঠানে এবং নারী সংগঠনের অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানে তিনি উপস্থাপনা করে থাকেন। তিনি চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সেক্রেটারী পদে ২০১৮-১৯ মেয়াদে এবং সভাপতি পদে ২০১৯-২০ মেয়াদে দায়িত্বপালন করে নিজেকে সফল নারী নেত্রী হিসেবে তুলে ধরতে সক্ষম হন।
চাঁদপুর কণ্ঠের নারীকণ্ঠের পক্ষ থেকে তার কাছে ‘উপস্থাপনায় কেন এলেন’ জানতে চাইলে তিনি বলেন, আমার উপস্থাপনা করতে ভালো লাগে। স্টুডেন্ট লাইফ হতেই বিভিন্ন সংগঠনে নেতৃত্বমূলক কাজে যুক্ত রয়েছি। সে সুবাদে যে কোনো অনুষ্ঠান উপস্থাপনা করতে ভালো লাগে।
‘সুযোগ পেলে বড় পরিসরে উপস্থাপনা করবেন’ এমন প্রশ্নের জবাবে বলেন, অবশ্যই করবো, কেনো নয়? বড় পরিসরে যে কোনো অনুষ্ঠানের উপস্থাপনার সুযোগ পেলে করবো। চাঁদপুর সরকারি কলেজে আইসিটি অলিম্পিয়াডের প্রায় বারোশ’ ছাত্র-ছাত্রীর একটি বড়ো প্রোগ্রামে উপস্থাপনা করেছিলাম। মানুষের জীবনে বৈচিত্র্য প্রয়োজন। তাই প্রিয় শখ উপস্থাপনা ও ভ্রমণ করা।
উল্লেখ্য, তাছলিমা মুন্নির স্বামী তাজুল ইসলাম একজন রোটারিয়ান এবং ভালো সংগঠক। তিনি বাংলাদেশ জুয়েলারি সমিতি চাঁদপুর জেলা শাখা এবং চাঁদপুর হিলশা সিটি রোটারী ক্লাবের সাবেক সেক্রেটারী। তাছলিমা দুই পুত্র ও এক কন্যা সন্তানের জননী।