বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৪ আগস্ট ২০২১, ০০:০০

আমি একজন ভালো লেগ স্পিনার হতে চাই : তামিম
অনলাইন ডেস্ক

চাঁদপুর শহরের আল-আমিন একাডেমীর পঞ্চম শ্রেণীর ছাত্র আরাফাত আল-তামিম। তার বাবার নাম আলাউদ্দিন মিয়া , বর্তমানে কাতার প্রবাসী। মা স্বপ্না আক্তার গৃহিণী। তার চাচা ইমন এক বছর আগে ক্লেমন ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়ে দেন। এরপর করোনাকালীন বেশ কিছুদিন বন্ধ ছিলো একাডেমির অনুশীলন। একাডেমির আঁতুড়ঘর হিসেবে পরিচিত কোচ রাজনের তত্ত্বাবধানে চলছে তার অনুশীলন। এখন থেকে একাডেমির মাঠে লেগ স্পিনার অনুশীলন করে যাচ্ছেন।

শনিবার বিকেলে প্রতিবেদক তার সাথে আলাপকালে সে জানায়, আমি একজন ভালো লেগ স্পিনার হতে চাই। খেলাধুলার ক্ষেত্রে আমার প্রবাসী বাবা ও মাসহ অনেকেই আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন। আমি লেগ স্পিনারের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পাকে অনুকরণ করি। তার খেলা আমি নিয়মিত দেখি এবং তার বল করা আমার খুব ভালো লাগে।

সে আরো বলে, আমাদের একাডেমির শামীম স্যারসহ অনেকেই আমাদেরকে খেলাধুলার ব্যাপারে উৎসাহ দেন। আমরা এখানে প্রতিদিন দুপুরের পরে চলে আসি খেলাধুলার জন্যে। আমার বয়সী অনেকেই একাডেমিতে অনুশীলন করতে আসে। আমি আপনাদের দোয়া চাই, যেনো ভালো লেগ স্পিনার বোলার হিসেবে হতে পারি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়