প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০০:০০
মেঘ

ওহে মেঘ,
তোমার কাজল কালো আঁখিতে ভীতু নই
রুপেতে ভয়ংকরী, গুণেতে আড়ম্ভরী
আসলে তুমি ভয়ংকরী নও
আলতোয় এসে সতেজ করে দাও
স্পর্শে এসে শীতল করে যাও।
ওহে মেঘ
তোমার তর্জনে গর্জনে করুন সুর বাজে
বানবাসী হয়ে থাকি প্রতীক্ষায়
সাইক্লোন কিংবা ঘুর্ণিঝড়ে
শুধরে দেও, প্রাণে মেরো না
ভাসিয়ে যাও, ভেসে যেতে দিয়ো না
বেঁচে আছি প্রহরের অপেক্ষায়।
ওহে মেঘ
বাদলার দিনে বৃষ্টির টুপটাপ ফোঁটায়
ছন্দের ঝংকার হও
রিমঝিম বর্ষণে, বৃষ্টির আবীরে
পা রাঙাও, তবুও থেকে যাও
মোর প্রিয়া হয়ে আছি প্রতীক্ষায়।
ওহে মেঘ
তোমার অভিমানী মুখ জানিয়ে দেয়
মৃত্তিকার অবাধ বিচরণে--
বাঁধা পড়তে চাও, বৃষ্টি হয়ে আলিঙ্গন কর
খরতাপে এসে, ম্লান কর
ভারী বর্ষণে অনুভূতির কান্না থামিয়ে দাও।