প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০০:০০
আমাদের মনে আগুন লাগুক
হাসান মাহাদি
আগুন জ্বলে বাসে, ট্রামে, ট্রেনে
আগুন জ্বলে হায়নার লোভাতুর চোখে
জীবন্ত মানুষের রক্তের লোভ,
জলন্ত হাড়গোড়-গোস্তের লোভ,
ক্ষমতার লোভ।
আগুন জ্বলে নিরাপদ নীড়ে
আগুন জ্বলে বেকসুর দেহে
আগুনে ছারখার স্বপ্ন, সংসার।
আগুন শুধু জ্বলে না নিভে যাওয়া হৃদয়ে
প্রতিবাদে, প্রতিশোধে
আর আমাদের বিক্রি হয়ে যাওয়া বিকৃত চেতনায়
আগুন শুধু জ্বলে না জালেমের কালো হাত ভেঙে দেওয়ার তাড়নায়
আগুন জ্বলে না আমাদের আত্মকেন্দ্রিক কামনায়-বাসনায়
গোপীবাগে ট্রেনের আগুনে পুড়ে ছাই হওয়া
সেই শিশুটির হাড়গুলো নিয়ে কেউ মিছিলে যাবে না
পিশাচের আগুনে যখন মানুষ জ্বলে
তখন ঝলসানো মুরগির লেইগ পিস আর লাল ওয়াইনে ব্যস্ত বেহায়া পুঁজিবাদ
নির্লজ্জরা স্লোগান দিবে
কথিত ডেমোক্রেসির পলিটিকাল গেইমের বিজয়ে
বেহায়া বুদ্ধিজীবীর শব্দদূষণে
হলুদ মিডিয়া ঢেকে দিবে পুড়ে যাওয়া মানুষের ছাইগুলো।
আগুন জ্বলছে
জ্বলুক!
একাত্তরের মতো গ্রামের পর গ্রাম আর শহরের পর শহর জ্বলুক
তবেই যদি হুঁশ আসে নিভে যাওয়া বারুদের
আগুন নেভাতে আগুনের প্রয়োজন
আমাদের মতো আত্মকেন্দ্রিক আর স্বার্থপর মানুষগুলোর মনে আগুন লাগুক।