প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০০:০০
বুক পকেটে কয়েকটা দীর্ঘশ্বাস
রফিকুল নাজিম
আজকাল কবির বুক পকেটে গোলাপের পাপড়ি থাকে না
থাকে না রাত জেগে লেখা কবিতার খাতা কিংবা প্রেমপত্র।
কবির বুক পকেটে থাকে প্যাকেটভর্তি সিগারেটের শলা
জ্বলে উঠার অপেক্ষায় থাকে বারুদে ঠাসা দিয়াশলাই বক্স
এবং কয়েকটা দীর্ঘশ্বাস ওড়ে যায়; ধোঁয়ার সাথে হাওয়ায়।
অথচ কবির মনের কোন অতলে তুমি বসতি গড়েছে-
সেই খোঁজ আজও পায়নি লিওনার্দো কিংবা ভ্যান গঘ!