প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০
উঠে যাচ্ছে নেয়ামত
সৃষ্টির সেরা মানব তুমি প্রমাণ আল কোরআন
থাকবে তোমার সৎ চরিত্র সুন্দর আচরণ।
বাকশক্তি দিল তোমায় দিল যে কারনে
উল্টা-পাল্টা বলো শুধু, রাখো না তা স্মরণে।
মুখমণ্ডল দেহখানি বানালো যে কারিঘর
ইচ্ছা মতো চলো ফিরো রাখোনা তার খবর।
আবেগ বিবেক যে দিয়েছে তিনি অতি মাহান
লোভে পড়ে করো সবই রাখোনা তার মান।
স্ত্রী সন্তান সব দিয়েছে আরো কত কি
একবারও তো তার কাছে শুকরিয়া করনি।
চিন্তাশক্তি জ্ঞান দিয়েছে আরো দিল মন
কৃতজ্ঞতা প্রকাশ করার আছে কতজন।
আধুনিকতার ছোঁয়া দিল পেলে সুবিধা
অপব্যবহার করে মানুষ বাড়ায় অসুবিধা।
ইজ্জত দিল সম্মান দিল, দিল যশ খ্যাতি
নিজের দোষে দোষী হও করে দূর্নীতি।
ধর্ম কর্ম দিল তোমায় দিল পয়গম্বর
অলসতায় রইলে পরে নিলানা খবর।
সব পেয়েছো তুমি রাখোনা তার আমানত
এ কারনে উঠে যাচ্ছে সকল নেয়ামত।