শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০

কবিতা সন্ধ্যায় ডাঃ দীপু মনি

পলাশ দে
কবিতা সন্ধ্যায় ডাঃ দীপু মনি

বলতেই হয়, চাঁদপুর জেলা শহর সাহিত্য সংস্কৃতির জাগরনে বাংলাদেশের সকল জেলার থেকে বহুগুণ এগিয়ে চাঁদপুর। আর এর কারণ হলো বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম চাঁদপুরে রাতযাপন করেছেন। এছাড়া প্রতিথযশা সাংবাদিক নাসিরউদ্দীন, নূরজাহান বেগম চাঁদপুর জন্মগ্রহণ করেছেন। প্রগতিশীল চিন্তার বহু মানুষের জন্ম ও বসবাস চাঁদপুরে। ৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত সংগঠক ও যোদ্ধাসহ সংস্কৃতি ভাবধারার মানসিকতার মানুষের সংখ্যা বেশি ছিলো চাঁদপুরে। চাঁদপুর শহরের মানুষের চলাফেরা, ভাষা, সাজ-পোশাক, আতিথিয়তাতে সেরা ও স্মার্ট সবসময় চাঁদপুর। বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি চাঁদপুরের কৃতী সন্তান এবং তিনি জাতীয় পর্যায়ের বিতার্কিকসহ সাহিত্য-সংস্কৃতিমনা মহৎ মানুষ। আমরা সত্যিই তাঁকে নিয়ে সীমাহীন গর্ববোধ করি। বেশ কিছুদিন ধরে কবি, লেখক ও গবেষক আমার অত্যান্ত কাছের প্রিয় মানুষ যার চিন্তা ও চেতনায় সৃষ্টিশীলতায় এবং সাহিত্য সংস্কৃতি গল্পকার, কবি, গীতিকবি লেখকদের সৃষ্টিশীল ভাবনাকে জাগিয়ে তোলা এবং জাগ্রত করে ফুটিয়ে তোলার জন্য সর্বোপরি বলা চলে একটি ফুল গাছের কলি থেকে ফুটন্ত ফুল সম্পন্ন করে ফুল হয়ে ফুটে ওঠার পরিচর্যা করাটাই যার ধ্যান ও জ্ঞান। যার মধ্যে কোনরুপ অহংকার অহমিকার বালাই নেই। বরং আমি মানুষটিকে নিয়ে অনেক অহংকার ও গর্ববোধ করি এবং গর্ববোধ হয়। ইতিমধ্যেই সমগ্র বাংলাদেশের কবি সাহিত্যি গবেষগণের মাঝে নিজেকে মেলে ধরার জন্য সক্ষম হয়েছেন। তিনি আর কেই নন, আবোরো বলি আমার অত্যান্ত কাছের প্রিয় ছোট ভাই প্রগতিশীল সৃষ্টিশীল ব্যক্তিত্ব মুহাম্মদ ফরিদ হাসান। সত্যি কথা বলতে কী প্রিয় ব্যক্তিত্ব মানুষের বিষয়ে লিখতে গেলে ভালো লাগার ভালবাসার বহু কথামালাই মনে সৃষ্টি হয়।সত্যিই চাঁদপুর কবিতা সমাজ সুষ্টি করে এবং এর আয়োজনে কবিতা লেখা, কবিতা পাঠ করা, কবিতা ভাবনা, কবিতা দুপুর, কবিদের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট ও ভ্রমনসহ কবিতা সন্ধ্যা চাঁদপুর সাহিত্য একাডেমীতে আয়োজন করা জেলা ও উপজেলা শহরের সৃষ্টিশীল কবিদের সাথে ৩/৪ ঘন্টা একসাথে হয়ে আড্ডা ও কবিতায় মনোনীবেশ করা এ সকল অসাধারণ চমৎকার আয়োজন করে চলছেন কবি গবেষক মোহাম্মদ ফরিদ হাসান। তিনি সত্যিই চাঁদপুরকে সাহিত্য সংস্কৃতির উর্বর ভূমিখ্যাত করে তুলে ধরছেন। তার সাথে রয়েছেন শ্রদ্ধেয় কবি ইকবাল পারভেজ ভাই কবি, গল্পকার ও লেখক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া দাদা কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক ভাই, কবি ও লেখক আশিক বীন রহিম, কাদের পলাশ, নূরে আলম পাটওয়ারী, মোখলেছুর রহমান ভূইয়া, সঞ্জয় দেওয়ান, সাদ আল-আমিন, বীথি নন্দী, সুমন কুমার দত্ত উল্লেখযোগ্য। ৯ ডিসেম্বর’২০২৩ শনিবার সন্ধ্যায় কবিতা সন্ধ্যার আয়োজন ছিল অসাধারণ।

কবিদের স্বরচিত কবিতা পাঠ শুনছি আর ভাবছি সঞ্চালক কখন আমার নাম ঘোষনা করেন নিজ কবিতাটি পাঠের জন্য। আমার পাশে বসা ছিলেন কবি ও লেখক সুমন কুমার দত্ত, তিনি কবিতা সন্ধ্যাকে কাছে রেখে তাৎক্ষনিকভাবে কবিতা লিখছেন কাগজের টুকরোতে ! আমাদের সামনের সারিতে বসা ছিলেন চাঁদপুর বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের অধ্যাপক সাইদুজ্জামান স্যার। এর মধ্যেই হঠাৎ সাহিত্য একাডেমীতে প্রবেশ করলেন স্থানীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। সকলের প্রিয় ব্যক্তিত্ব ও প্রিয় মানুষ দীপু আপা। তখন ঘড়ির কাটার সময় প্রায় সন্ধ্যা ৭:৩০টা। হঠাৎ শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সকলেই এক দারুন আনন্দিতবোধ করলাম। সত্যিই এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি আর বৃষ্টিভেজা কবিতা সন্ধ্যা। যদিও বৃষ্টি ছিলনা সেদিন। কেউ ভাবতেই পারিনি যে কবিতা সমাজ ব্যানারে কবিতা সন্ধ্যা আয়োজনে শিল্প সংস্কৃতি সাহিত্য কবিতা ভাবধারার মানুষ চাঁদপুরের গৌরব ও গর্ব মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি উপস্থিত হয়ে কবিদের কবিতা সন্ধ্যায় আনন্দঘন পরিবেশে তিনি একরাশ আনন্দ বিলিয়ে দেবেন। শিক্ষামন্ত্রীর আগমনে আমরা কবি ও লেখকগণের মনে দারুন আনন্দ উচ্ছ্বাস ছিল যা লিখে ও বলে কখনই প্রকাশ করা যাবেনা। শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে আমরা সকলেই অনেক উৎসাহবোধ করেছি। শিক্ষামন্ত্রীর সাথে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শ্যদ্ধেয় নাসরিন আপা, বীর মুক্তিযোদ্ধার সন্তান সংস্কৃতির ভাবধারার মানুষ ও সংগঠক জাফর ইকবাল মুন্না ভাই। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি আপা কবিতা সন্ধ্যায় প্রায় এক ঘণ্টা সময় দিলেন এবং তার অভিব্যক্তি প্রকাশ করলেন। তিনি তার পারিবারিক কবিতা পাঠ আসরের স্মৃতিচারণ করলেন। পাশাপাশি শ্রদ্ধেয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি আপা কবিদের অনুরোধে কবিতার বই থেকে তার পছন্দের একটি কবিতা পাঠ করে শোনালেন। যা উপস্থিত সকলেই মনমুগ্ধ হয়ে শুনলাম। কবিতা সন্ধ্যার আয়োজন করায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং তা অব্যাহত রাখার জন্য বলেন। শিক্ষামন্ত্রীর উপস্থিতি ছিল অনুষ্ঠান আয়োজনকে একধাপ এগিয়ে নিয়ে প্রাণবন্ত নান্দনিক পরিবেশ সৃষ্টি হওয়া। সৎ ভাবনা, সৎপথে চলা, সাংস্কৃতিক ভাবধারায় বাংলা ও বাংলাদেশকে একটি সংস্কৃতি মননে এগিয়ে নিয়ে যাওয়া। কবিতায় দেশ প্রেম, মানব প্রেম, প্রকৃতি প্রেম কখনও কখনও মনের ভালো লাগা মন্দলাগাগুলোকে তুলে ধরাইতো কবিদের আড্ডা, কবিদের কবিতা সন্ধ্যা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়