প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০০:০০
কষ্ট পাই আঘাত পাই পাই যে কত যন্ত্রণা,
চাপা দিয়ে রাখি বুকে মুখ ফুটে তা বলি না।
তালবাহানা যতই করো প্রতিবাদ আর করি না,
ভেবে দেখো লোক হিসেবে আমি কিন্তু মন্দ না।
হাঁটতে আমি শিখিয়ে দিলাম হাতে হাত ধরে,
এখনো হাঁটো হাত ধরে অন্য কারো সাথে।
সাঁতার আমি শিখিয়ে দিলাম পার হয়ে যাও সাঁতরিয়ে,
আমার দিকে তাকাও না আর মরি আমি কাতরিয়ে।
উপরে উঠতে শিখিয়ে দিলাম সিঁড়ি বেয়ে বেয়ে,
নিচের দিকে তাকাও না আর থাকো আকাশ চেয়ে।
বনের পাখি পালন করে মেনে গেছে পোষ,
মনের মানুষ অতি যত্নেও করেনি আপোষ।
আতংকেতে থাকি আমি দিনে কিংবা রাতে,
সংকটেতে ফেলতে পারে যে থাকে মোর সাথে।
শত্রুগুলো ভয়ে ভয়ে থাকে সদায় দূরে
কাছের মানুষ কষ্টগুলো দেয় যে ঘুরে ঘুরে।
আপনজনের কষ্ট-ব্যথা সইবো কত যন্ত্রণা,
এ ভাবে চলতে থাকলে বেশি দিন আর বাঁচবো না।