শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০০:০০

গতি ও জীবন
সুধীর বরণ মাঝি

কবিতা জীবনের অংশ, যেনো একটা জীবন্ত সত্তা। যার মধ্যে অনুভূতি আছে, অনুরাগ আছে, আছে বিরহ-ভাবনাও। কবিতা তাই আমার কথা বলে, আমাদের কথা বলে, জীবনের কথা বলে। অন্ধকার গলিতেও আলোর পথ দেখায়। কবিতা আমায় ফিরিয়ে দেয় আমার শৈশব স্মৃতিবিজড়িত জীবনের পাতাগুলো। কবিতা যৌবনের কথা বলে, কবিতা তারুণ্যের কথা বলে। কবিতা দেশপ্রেমের মন্ত্রমুগ্ধ বাণী, যেখানে দেশপ্রেম সেখানেই কবিতার পরশ-ছোঁয়া। সৃজনশীল ভাবনার চারণভূমি। কবিতা নতুন জীবনের সন্ধান দেয়, ভালোবাসতে শেখায় জীবনকে, আশা জাগায়, হতাশাকে ঘুম পাড়িয়ে আবার প্রেমটাকেও ইস্পাত শক্ত করে দেয়। সাহস সঞ্চার করে জীবন-সংগ্রামে। মুক্তির বার্তা এনে দেয়। হাসি ফোটায় দুঃখির মনে, ইস্পাত কঠিনেরেও করে কোমল, সহজ-সরল। সমাজ পরিবর্তনে, অন্যায় রুখে দিতে যার ভূমিকা অসামান্য। কবিতা না থাকলে জীবনটা এতো সুন্দর, উপভোগ্য হতো না। জীবনের সাফল্যে তাই কবিতার সাফল্য।

আমারও প্রেম ছিলো

অতৃপ্ত হাহাকার হৃদয়ে বাস

চৈত্রের খর রোদ্রের মতো।

আমারও এক প্রেম ছিলো

যাকে বাঁচিয়ে রাখার প্রাণবন্ত চেষ্টা এখনো।

প্রায়শ মোবাইলটা হাতে নিয়ে তোমার দেওয়া

এগারো ডিজিটের নম্বরটা চেপে ধরি

সেই কণ্ঠটা শুনবো বলে-

কিন্তু! বড় হতাশ করে ওপাশ থেকে বলে

এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।

হতাশা আমাকে চেপে ধরে

তবুও সবকিছু পিছনে ফেলে সামনে এগিয়ে যাই

অতীত প্রেমে গভীর শ্রদ্ধা রেখে।

স্বপ্ন দেখি

তোমার ভালোবাসায় এখনো স্বপ্ন দেখি

ঘর বাঁধি তাই ভালোবাসার

তোমার ভালোবাসায় আমার উষ্ণ আলিঙ্গন।

তোমার ভালোবাসায় মুক্তির মিছিলে স্লোগান দিয়েছি

মেহনতি মানুষের মুক্তির মাঝেই

তোমার আমার ভালোবাসার মুক্তি।

তোমার ভালোবাসায় এখনো স্বপ্ন দেখি

তাই নতুন সম্ভাবনায় নিজেকে গড়ি

স্বপ্ন জয়ে লড়ছি প্রতি মুহূর্তে।

তোমার ভালোবাসায় এখনো স্বপ্ন দেখি

শোষণ-নিপীড়ন বৈষম্যমুক্ত জীবন গড়ার

জ্ঞানান্ধকে অসভ্যতাকে সভ্যতার আলোর পথ দেখাবো বলে

তোমার ভালোবাসায় এখনো স্বপ্ন দেখি।

একটি মুক্ত জীবনের জন্য

যেখানে আলো ফুটবে মুক্তচিন্তার মানবিকতার।

প্রত্যাশা

শিক্ষা হোক সবার জন্য

অশিক্ষা-কুশিক্ষা পেছনে ফেলে।

সমাজটা এগিয়ে যাক সামনের দিকে

ব্যক্তিস্বার্থ হিংসা-বিদ্বেষ দূরে রেখে।

দেশটা আমাদের উন্নতি হোক

ঘুষ, দুর্নীতি, টাকা পাচার প্রতিরোধ করে।

হাসি ফুটবে শ্রমিক-কৃষকের

শোষণ-বৈষম্য-নিপাত যবে।

আলো ফুটুক ঘরে ঘরে

কুসংস্কার অন্ধবিশ্বাসকে লাথি মেরে।

মুক্তি আসুক

যুক্তি আর বস্তুনিষ্ঠ সত্যের পথ ধরে।

মানুষ হোক মানুষের জন্য

গোষ্ঠী-গোত্র ধর্মান্ধতাকে ধূলোয় মিশিয়ে।

জীবন হোক জীবনের তরে সৃজনশীল শ্রদ্ধা ভালোবাসার

মুছে যাক হীনতাণ্ডউগ্রতা, মুছে যাক গ্লানি মুছে যাক দীনতা।

আমার ভালোবাসায়

আমিও জানি ভালোবাসতে

আমার ভালোবাসায় আছে যতো

সৌহার্দ্য সম্প্রীতি শিষ্টাচার শালীনতা

আছে যার নীল সাগরের গভীরতা

আর হিমালয়সম উদারতা।

আমিও জানি ভালোবাসতে

যেথায় স্পর্শ করে না কোনো কৃত্রিমতা

তবুও আছে তাতে

না পাওয়ার হাজারো অনিশ্চয়তা

বেড়ে উঠে তবুও হৃদ্যতা।

আমিও জানি ভালোবাসতে

স্বপ্নজয়ের হাতছানি আছে তাতে

নতুন ঠিকানায় স্থির দাঁড়িয়ে থাকতে

যেথায় মিলবে ভালোবাসার পূর্ণতা

পুষ্পভরা জীবনের গান ও কৃতজ্ঞতা।

আমিও জানি ভালোবাসতে

নিজের জীবনের মতো করে

দূরত্ব করিনি কভু আমি আর তুমি তাতে।

আমিও জানি ভালোবাসতে

প্রতিদিন ভোরের সূর্যোদয়ের নতুন আলোতে

থাকবে তাতে

নতুন জীবনের গান, যৌবনের রাজটিকা, গতিময় স্বাধীনতা

অমৃত সুধা আসে তার সাথে আলাপ করলে হয়তো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়