বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০০:০০

অল্প শব্দে বিস্তারিত যার নাম কবিতা

অল্প শব্দে বিস্তারিত যার নাম কবিতা
জমির হোসেন

অল্প কথায় বিস্তারিত বোঝানো অনেক কষ্ট। কবিতা তেমনই একটা জটিল বিষয়। একজন কবিকে মনে রাখতে হবে কম বাক্যে মনের যতসব কথা বোঝানো। এমন ধারনা মাথায় রেখে একটি কবিতার জন্ম হয়।

একটি কবিতার একেকটি শব্দ যেন একটি বাক্য তারই নাম কবিতা। যে যাই বলুক, কবিতা এত সহজ বিষয় নয় যে চাইলেই লিখা যায়। আমার কাছে গল্প, প্রবন্ধ বা ফিচার লেখা যতটা সহজ মনে হয় তার চেয়ে বেশি কঠিন হল কবিতাচয়ন। তবে অস্বীকার করার উপায় নেই বড় একটি লেখা লিখতে সময় ধরে আস্তে আস্তে লিখতে হয়। একপ্রকার ধৈর্যের সাথে মিতালি গড়া। শিশুলেখক থেকেই কবিতার প্রতি একটা দুর্বলতা কাজ করতো এবং সেই সময় বন্ধু-সিনিয়রদের নিয়ে ছোট কবিতার বই বের করতাম। এভাবেই কবিতার প্রেমে আবদ্ধ হই। এরই ধারাবাহিকতায় এ পথে চলা অব্যাহত কবিতাচয়ন।

মানুষ নামের অমানুষ

আমি অমানুষ

মনুষ্যত্বের ভিতরে বসবাস

বিবেক, শিক্ষা রক্তমাংস

সবই বিরাজ করছে মনে।

সবার মতন রাতের চাঁদ

আমার জানালায় উঁকি দেয়

দেহ মন নিদ্রা বিছানাতে

অতঃপর ভোরের আলো

ফের উঁকি দেয় ঘুম ভাঙ্গে

শুরু হয় আমার অমানুষী।

অর্থ ক্ষমতা প্রাচুর্যের পথে

দিনের প্রারম্ভে পথচলা থেমে নেই

সমাজে কটাক্ষ মন্দ বুলি

ধার ধারিনা অর্থ-ই সব

লাঠিয়াল বাহিনী মিথ্যুকরা আমার মিত্র

আমি মানুষ নামের অমানুষ তাই।

বিবেকের ভদ্রতা

রোজ সকালে তোমাকে

সালাম দিই

চলছে এভাবেই অনাবরত

হিংসা, বিদ্বেষ, দাম্ভিকতা নেই বিন্দু।

আত্মার গভীর টানে

তোমাকে শ্রদ্ধা করি রোজ

ভুলে যাই হিংস্রতা জেগে তুলি ভদ্রতা

অবিশ্বাসের মাঝে বেঁচে থাকা

নিঃশ্বাসের দৃঢ়তা কম।

সম্পর্কের হৃদরতা বাড়ে

মানুষ তাই জ্ঞান মন্থর

মানবের বিবেক সর্ব চুড়ায়

নিষ্প্রয়োজন সংঘাতময় জীবন।

মানুষের ভিতর মানুষ

আমার আপাদমস্তক বলে মানুষ

বন জঙ্গলের বাসিন্দা নই

সূর্যের আলোয় পথচলা জ্ঞানে

বিস্মিত হৃদয়ে মানুষের মাঝে পর মানুষ।

শিক্ষিত শিষ্টাচার আজ অশ্রুসিক্ত

কুশিক্ষার অনুপ্রবেশ প্রকৃত শিক্ষায়

ধ্বংসের পথে হাঁটছ সুস্থ সমাজ।

ইতি

তোমার হাতটি বাড়িয়ে দাও আমায়

হয়তো বদলাবে এ জীবন

চন্দ্র সুখের নাগাল চাইনি

আপন হবে এই ভেবে

পৃথিবী থাকবে আজীবন

তুমি, আমি থাকবো না

শুধু স্মৃতি রবে আমরণ

মনটা নাও তুমি মনটা দাও

গল্পের ইতি টানা হবে।

তুমি হারাবে যখন

তুমি হারাবে যখন খুঁজবো না

হৃদয়ে রন্ধ্রে প্রচুর বিশ

নিশ্চুপ দেহ ধুঁকে মরবে

তবু নয় কোন অভিশাপ।

এভাবেই দিন-রজনীর মাঝে

জীবনের হবে অবসান

তুমি হারালে খুঁজবো না।

তোমার যন্ত্রণা যেন বেত্রাঘাত

মনের চারপাশে রক্তস্তূপ

নীরবে বয়ে চলে অশ্রুধারা

স্মৃতিরা উঁকি মারে ভূমিকম্পে।

বয়স আমার

বয়স আমার বসে নেই

থাকবই কি থমকে

মাতৃগর্ভে ন-মাস অন্ধকারে

নতুন পৃথিবী আলোর মাঝে।

হাঁটি হাঁটি পা

অবুঝ থেকে সাবালক

জীবন বদলায় জীবনের মত।

জগৎ একইরকম

মানুষ ক্ষণেক্ষণে বদলায়

দুচোখ মেলে এসেছি ভবে

চোখ বুঝিলে মাটির ঘরে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়