বুধবার, ০৭ মে, ২০২৫  |   ৩৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০০:০০

আকাশ ছোঁয়ার স্বপ্ন
আয়েশা সিদ্দিকা

চলো একসাথে, একই মনে বাঁচি

একসাথে হাসি, একসাথে কাঁদি।

একসাথে পাখি হয়ে উড়ে বেড়াই

হাত ধরে অচেনা পথে ঘুরে বেড়াই।

চলো একই সুরে গান গাই

একই পথে শেষ অবধি হেটে যাই

প্রকৃতির রঙে রঙিন হয়ে

একে অন্যকে রাঙিয়ে দিই।

চলো পাশাপাশি বসে সন্ধ্যে বেলা

তারা দের আনাগোনা দেখি

রাত ভর চাঁদের আলো গায়ে মাখি

চাঁদের আলোয় দুজন দুজনকে দেখি।

আমায় শুধু মন খারাপে সঙ্গ দিও

কাঁদলে চোখের জল মুছে দিও।

কোনো এক সন্ধ্যায় মেঘের গর্জনে পাশে থেকো

ওই চঁচলার আকস্মিক আলোতে

আমি এক পলক দেখবো তোমায়।

শ্রাবণের ধারায় হাতে হাত রেখে ভিজবো দুজনে

কখনো আবার একই ছাতার নিচে হাটবো সরু পথে।

তুমি শুধু পাশে থেকো আজীবন,

আমার জীবনের বসন্ত হয়ে

আমার প্রতিটি বর্ষা হয়ে

শরতের সাদা কাশফুল আর রঙিন আকাশ হয়ে।

আমার প্রিয়,

গোধূলির ঝাপসা আলো গায়ে মেখে

ভালোবাসা নিও।

আমার বেসুরো স্বরের সুর হয়ে এসো।

আমার স্বপ্ন হয়ে থেকে যেও

আমায় আকাশ ছোঁয়ার স্বাদ দিও।

তুমি ই আমার পৃথিবীর আকাশ

সে আকাশ ছোঁয়াই আমার স্বপ্ন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়