প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০০:০০
দোলা রানী দেওয়ান
নিজ ঘরে নিজ বলতে টেবিলখানাই মোর,
অগোছালো থাকে যে দিনভর।
বই এর সংখ্যা খুব ভারি তেমন নয়,
একাডেমিক বই এর সংখ্যাই বেশি হয়।
পুস্তকের থাকে থাকে আমিও আছি,
তাদের মধ্যেই যে মরি-বাঁচি।
ফুরায় বেলা পথের পাঁচালি নিয়ে,
বিষন্নতায় কাটে একা বসে থেকে।
নতুন সাজে সাজবে যখন টেবিল,
থাকবো না হয়তো তখন এই আমি।