রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০০:০০

আঠার
ক্ষুদীরাম দাস

মাগো, আমার ১৮ হয়নি এখনো; আমি কি আর বেড়ে উঠবো না?

তার আগেই আমাকে শেষ করে দিবে? কথা বলছো না কেনো মা?

উত্তর দাও। আমার এখনো তো ১৮ হয়নি। আমি বড় হতে চাই,

আমার মেধা বিকাশ করতে চাই।

আমি নিশির মতো মরতে চাই না।

১৩-তে নিশি মাকে ছেড়ে গেলো,

বাবাকে ছেড়ে গেলো। ওরা এটাকে বিয়ে বলেছিলো।

আমি তো জানি মা, এটা বিয়ে নয়! বাল্যবিয়ে।

সেদিন নিশি কেঁদে কেঁদে বুক ভাসিয়েছিলো।

বলেছিলো, ‘মা, আমি তোমাকে ছেড়ে যাবো না।’

কিন্তু ওরাই নিশিকে বিদায় দিলো।

বলো মা, এটাকে বিয়ে বলে নাকি?

মাগো, আমার এখনো ১৮ হয়নি।

আমি আরো বড়ো হতে চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়