রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০০:০০

হাত
দুলাল সরকার

এত হাত তবু একটি হাতও আমার নয়

আশ্বাস সুলভ ক্ষুধার্তের জন্য

এত তারা তবু ভেজা রাত

নক্ষত্র বকুলও নয় আমার;

এত তাড়া তবু গন্তব্যহীন পথ

এত উপলক্ষ তবু নেই অন্তর্লীন চোখ

ধান মাঠে নেই ঘামের মূল্য;

বৃক্ষভরা পাতা তবু আমার শরীরে

পৌঁছায় না একটিও ভালোবাসার বার্তা

ধানের শরীরজুড়ে এত মৃত্তিকার ঘ্রাণ

শুধু আমার শরীরে নেই শস্যের উপাদান;

এত খাদ্য তবু অনাহারি মুখ

বাড়ছে যুদ্ধশিশুর সংখ্যা

যুদ্ধাস্ত্রের ভয়ে মুখ থুবড়ে মানবতা

নেই লাল ঠোঁটে উজ্জ্বল সমুদ্র।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়