প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০০:০০
দুলাল সরকার
এত হাত তবু একটি হাতও আমার নয়
আশ্বাস সুলভ ক্ষুধার্তের জন্য
এত তারা তবু ভেজা রাত
নক্ষত্র বকুলও নয় আমার;
এত তাড়া তবু গন্তব্যহীন পথ
এত উপলক্ষ তবু নেই অন্তর্লীন চোখ
ধান মাঠে নেই ঘামের মূল্য;
বৃক্ষভরা পাতা তবু আমার শরীরে
পৌঁছায় না একটিও ভালোবাসার বার্তা
ধানের শরীরজুড়ে এত মৃত্তিকার ঘ্রাণ
শুধু আমার শরীরে নেই শস্যের উপাদান;
এত খাদ্য তবু অনাহারি মুখ
বাড়ছে যুদ্ধশিশুর সংখ্যা
যুদ্ধাস্ত্রের ভয়ে মুখ থুবড়ে মানবতা
নেই লাল ঠোঁটে উজ্জ্বল সমুদ্র।