রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০০:০০

রেজাউল করিম রোমেলের কবিতা
অনলাইন ডেস্ক

আমার একটা আকাশ ছিল

আমার একটা আকাশ ছিল,

যে আকাশে তুমি-আমি আমি-তুমিতে

কতই না খুনসুটি।

নীলে নীলে নীলাঞ্জনায়

হারিয়ে যেতে নেই মানা।

শুধু তুমি তুমিতেই কাটত আমার দিন রাত্রি।

আকাশে একদিন মেঘ জমেছিল,

তারপর নামল বৃষ্টি ঝড় তুফান

ঘূর্ণিঝড় জলচ্ছ্বাস ধ্বংসযোগ্য।

কেয়ামত নেমে এলো।

ধ্বংস হল আমার পৃথিবী মহাবিশ্ব।

আমার একটা... আকাশ ছিল...

মানুষ খুঁজি

আমি মানুষ খুঁজি,

একজন মানুষ অথবা মানুষী।

যে বিবেকহীন নয়,

মনুষ্যত্ববোধ হারিয়ে যায়নি,

সামাজিক অবক্ষয়ের অতলে

তলিয়ে যায়নি এখনো।

মানুষ খুঁজি,

একজন সত্যিকারের মানুষ অথবা মানুষী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়