প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০০:০০
কাজী আব্দুল্লা হিল আল কাফী
পেটে খেলে যেন পিঠে সয়
মিথ্যা কথা নয়,
ভারি কাজ সেথা সিধা হয়
কর্মে প্রমাণ হয়।
পেটে খেলে তো সবকিছুই
সহজ মনে হয়,
কাজ করতেই করলে শুরু
সেটা বোঝা নয়।
বাজার মধ্যে সদাইপাতির
অনেক বেশি দাম,
সারাটাদিন খেটেখুটে মরে
নেই যেন ইনকাম
খিদের যন্ত্রণায় সব বাঁধায়
মনে হয় যে আপন,
পড়লে বিপদে কোন সময়
আপন হয় কাফন।