প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০০:০০
দোলা রানী দেওয়ান
হে মোর ঠাকুরদা,
তোমার চরণে আমার প্রণাম,
পরিবারের কর্তা তুমিই প্রথম।
শিখছি সংগ্রাম করা তোমার থেকে,
জীবনযুদ্ধ কাহিনি গেঁথে আছে এই বুকে।
হে মোর পিতামহ,
তোমার আদর্শে গড়া আমার বাবা,
তুমি ছিলা সেকালের ব্যাকরণের রাজা।
শিক্ষকতা ছিলো তোমার পেশা,
আমি আজও শিখি অজানা শিক্ষা।
হে মোর দাদু,
তোমার ছায়া থাকুক আমাদের উপর,
চেষ্টা করবো সবসময় তোমায় সুস্থ রাখার।
মাথার উপর আছে তোমার আশীর্বাদ,
তুমি আমাদের শক্তির দৃঢ়তার বাঁধ।