রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০০:০০

ঠাকুরদা
দোলা রানী দেওয়ান

হে মোর ঠাকুরদা,

তোমার চরণে আমার প্রণাম,

পরিবারের কর্তা তুমিই প্রথম।

শিখছি সংগ্রাম করা তোমার থেকে,

জীবনযুদ্ধ কাহিনি গেঁথে আছে এই বুকে।

হে মোর পিতামহ,

তোমার আদর্শে গড়া আমার বাবা,

তুমি ছিলা সেকালের ব্যাকরণের রাজা।

শিক্ষকতা ছিলো তোমার পেশা,

আমি আজও শিখি অজানা শিক্ষা।

হে মোর দাদু,

তোমার ছায়া থাকুক আমাদের উপর,

চেষ্টা করবো সবসময় তোমায় সুস্থ রাখার।

মাথার উপর আছে তোমার আশীর্বাদ,

তুমি আমাদের শক্তির দৃঢ়তার বাঁধ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়