প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০০:০০
যে তরী ছিলো পুষ্পময় গিয়েছিলাম ঘ্রাণে
আজি নাহি সুখ হৃদয়ও প্রাণে,
যে ভূমি নয়নাভিরাম পাহাড়-বাগান-পবিত্র স্থানময়
স্মৃতিতে অম্লান এখন মনেতে রক্তক্ষরণ হয়,
ছুটেছি টানে সুবাসিত মনে
আজও সেই টান বাজে বাজে ক্ষণে ক্ষণে,
যে পথের দিশায় হৃদয়টা ছিলো রঙিন
আজ সে পথ হয়ে গেলো সঙ্গীহীন,
হাসিতে ঝিলিকে স্বপ্নবুননে
ফুটলো না আজও তা হৃদয় কাননে,
আবেগে মিলনে মোহনীয় সুখ
আজ তা হয়ে গেলো নিরাময়হীন অসুখ,
হেঁটেছি ছুঁয়েছি বসেছি পাশাপাশি
মধুর স্বপ্নধারা ছিলো রাশি রাশি,
ফুটেছে গল্প-আড্ডায় মন দুটির প্রফুল্ল হাসাহাসি
আঁধারে ডাকলো আজ ভালোবাসা-বাসি,
চেয়েছো পেয়েছো বিলিয়েছো আপন সত্তা
চেয়েছি পেয়েছি যা, হয়ে গেলো আজ তা হত্যা,
সৌন্দর্যের লীলাভূমি যেথায় ছিলো তোমার বাস
স্বপ্নপূরণে স্বপ্নিল দেশে বেঁধেছো এখন আবাস,
বঞ্চিত আজ হৃদয় আমার সেথায় শুধুই দীর্ঘশ্বাস।