প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০০:০০
তোমার প্রেম ছিল শুকনো খরের মত
একটু আগুনেই পুড়ে গেল স্বপ্ন যতো।
তোমার প্রেম ছিল যেন ক্ষণপ্রভা
হঠাৎই চলে গেলে যেন অচেনা কেবা।
তোমার প্রেম ছিল যেন নদীর তীর
আচমকা ঢেউ এসে ভেঙে নেয় নীড়।
তোমারই প্রেম ছিল যেন এক জোঁনাকি
মাঝে মাঝে আসা-যাওয়ার যেন কোন চালাকি।
তোমারই প্রেম ছিল শিশিরে ভেজা
মুহূর্তেই চলে যায় পেলে আর্দ্রতা।
তোমারই প্রেম ছিল যেন আকাশের রং
যখন তখনই করে কত ঠং।
তোমারই প্রেম ছিল লুকোচুরি খেলা
খেলতে খেলতে চলে গেলো বেলা।
তোমারই প্রেম ছিল মিথ্যে সব অভিনয়
হিসেবে করে দেখো তুমি, কার হলো পরাজয়?
তোমারই প্রেমে ছিল জলন্ত দহন
প্রেমেরই নাম মুখে, নিবো না আর কখন।