প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০০:০০
আনিস ফারদীন
কী অদ্ভুত, নিষ্ঠুর
হিসেবের সব মায়াজাল;
অবেলার হিসেবে সব ভুল ঠেকে
আদুরে ভালোবাসা, স্নেহ-বন্ধন
যাপিত জীবনে বিস্তর কায়ক্লেশ।
নিমিষে পর হয়ে যায় সব
উদ্ভাসিত পদ্মপাতা ঝলসে যায় ;
হৃদয় পোড়া বারুদের গন্ধ মেলে
আঙ্গিনায় বিভেদের প্রখর তাপ!
ক্লান্ত আর বিমর্ষ যেন চেনা পথ
বিবর্ণ ঠেকে নিয়ন আলোর সন্ধ্যা;
অপলক প্রতীক্ষায় প্রতিশ্রুতির নামতা
তবু অসম্পন্ন থেকে যায় বিস্তর হিসেব।