রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০০:০০

অভ্যস্থ
নুশরাত জাহান নূর

রোজ নিয়ম করে সময় হত্যা করছি

এই অপরাধের শাস্তি কী?

সময়ের বহমানতার সাথে আজকাল

তাল মেলাতে পারি না,

যদিও আমি কোনো তবলা নই যে

তাল মেলাবো।

হয়তো কারো নিয়মে ডুবে গেছি আগাগোড়ায়!

সবাই বলে আমি খুব হিসেবি

তবে কেনো তোমার বেলায়?

সময়ের হিসেব কষায় এতো অন্যমনস্ক!

অথচ দেখো তুমি সময়ের হিসেবে

একচুলও নড়বড়ে নও,

তোমার সময়ের কঠোর নিয়মে

রোজ ঘটছে আমার অনিয়ম।

আমিও এই অনিয়মেই অভ্যস্থ...

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়