প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০০:০০
বহু প্রতীক্ষার পর বহু বছর পেরিয়ে
আবার হবে দেখা
হবে কথা কিছু তো গোপনে
যে কথা হয়নি বলা কোন এক কালে।
আজি বসন্তের গোধূলিবেলায় সিক্ত হিয়ার মাঝে ক্ষণে ক্ষণে বাজে
তোমার পদধ্বনি এই বুঝি এলে মোর তরে।
আমি পুষ্পমাল্য বিছায় রেখেছি জোছনার আলোয় গৃহ সাজিয়েছি
জোনাকির রঙে
আজি ফাগুন হাওয়ায় ভিজে গেছে মন উঠেছে কাপন
গোপন সুধা মত্ত পানে তুমি আসবে বলে।
তোমারই লাগি যৌবনখানি পুষ্পে পুষ্পে গেছে শাখা ভরি তোমারই পানে নাহি চাহিবার পারি ওগো প্রিয় একটু সবুর করো তব লাগি মোর হিয়ার কাপন বেড়ে গেছে যেন শতগুণ করি ।
এ কোন লাজে মরমে যে মরি
আজি এই তিমির আঁধারে
বৃষ্টির রিমঝিম শব্দে
ভালোবাসবে কি মোরে কানায় কানায় ভরি।
ভয়ে মোর ধরেছে কাপন জানিনা কি হয় অজানা ভয়
তবু তোমার পানে রহিবো চাহি ফিরাইবো না দুটি আঁখি।
বাহু পাতিয়া জড়াইয়া রাখিও গোপন স্বপ্নে বিভোর থাকিও
বাসিব ভালো আপনারে বিলায়ে এরপর হব শান্ত । আমি তারার আলোয় প্রদীপ জ্বালিয়েছি।
জোছনার সাথে দিয়ে আড়ি
আবেগী মনে
তুমি আসবে বলে।