প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০০:০০
মোখলেছুর রহমান ভূঁইয়া
রক্তের সুতোয় আত্মার বাঁধনে-সম্পর্ক
ব্যক্তিগত সম্পর্ক-নান্দনিক
সম্পর্কের যত্ন নিতে হয়, করতে হয় কদর
পোশাক চব্বিশ ঘণ্টা পরিধানে
ময়লা জমে-ভাঁজ নষ্ট হয়ে যায়
অনীহা আসে পোশাকের প্রতি
ধৌত করে পুনরায় গায়ে জড়াই
কিন্তু বিধি হায়
স্বল্পমূল্যের পোশাক হাসিমুখে জড়ালেও
পান থেকে চুন খসলেই
অমূল্য বাঁধনে মোড়া সম্পর্কের বিচ্ছেদ!
পরিচর্যায়ও ভিত জোড়া লাগে না
অন্ধস্বার্থের মোহে সম্পর্ক আজ দিগম্বর
নোনাজলে কচুপাতায়
ফোঁটায় ফোঁটায়
দোদুল্যমান সম্পর্কের বসতি।