প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
উপেন্দ্র নাথ রায়
আজ কিচ্ছু নাই দেবার মত
শুধু জমা আছে দুঃখ যত।
ফুল দিয়েছি মালা দিয়েছি
তোমায় দেওয়া কথা রেখেছি।
যা আছে তা শুধুই আমার
নতুন কিছু নেই তো চাওয়ার।
বিল থেকে শাপলা তুলে
গুজে দিয়েছি কালো চুলে।
শুনি নি সেদিন কারো মানা
নেমে এনেছি পাখির ছানা।
বৃষ্টির দিনে দিয়েছি ছাতা
পূজোয় দিলাম বেল পাতা।
একটা সন্দেষ দু' ভাগ করে
পাঠিয়েছিলাম তোমার ঘরে।
তোমার তৃষ্ণা ভরা যৌবনে
সময় দিয়েছিলাম মৌবনে।
আজ আর কিচ্ছু দেবার নাই
দুঃখ ভরা মনে, দিলাম শুধু ঠাঁই।