বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

কেউ বললো না ভালোবাসি
বিচিত্র কুমার

কেউ বললো না ভালোবাসি, উতলা যৌবনেও একা একা পথ চলি, কেউ বললো না ভালোবাসি;

কত না উড়ন্ত পাখি এলো-গেলো, কেউ বাসা বাঁধলো না প্রেমে,

ওরা শুধু হাওয়া-টাওয়া খেতে চায় অনলাইনের মতো গেমে; কোন প্রেমিকার অশ্রু ঝরে না দুই নয়নে।

কখনো আমি প্রেমযমুনায় সাঁতারও কাটতে পারিনি,

দুরন্ত সব বন্ধুরা অনেক সাঁতার কেটেছে, চাঁদের বেশে নিশি, জোছনা, চাঁদনীর দেহ খেলেছে;

শুনেছি পৃথিবীর সব সুখ নাকি ওইখানে পাওয়া যায়?

জোনাকিরা মিটিমিটি আলো জ্বালায়, ঝিঁঝিপোকা গান গায়।

জীবনে একটাও সুখপাখি পুষতে পারলাম না, যদি উড়াল দেয় শুধু সেই ভয়ে, বন্ধুরা কতবার বললো একটাকে ধর না;

আমি কখনো ধরার সাহসই পাইনি, অন্ধপ্রেমের আঁধারিতে সময় নষ্ট করতেও চাইনি।

জানি পৃথিবীতে প্রেমের খুব কদর রয়েছে, ফুল ফোটামাত্রই ভ্রমরেরা গুণগুণ করতে থাকে।

তাই তো আমি একা একা মন খারাপের দেশে-

কোনো এক শরতের পড়ন্ত বিকেলে ইচ্ছেনদীর তীর দিয়ে হেঁটে যাচ্ছিলাম;

হঠাৎ দেখি একটা ফিনিক্স পাখি, হরিণীর মতো টানাটানা দুটি আঁখি।

সে আমাকে দেখে মনের দরজা খুলে থমকে দাঁড়ালো,

জিজ্ঞেসা করলো আমি কেমন আছি? কী করছি? মা-বাবা কেমন আছে? ইত্যাদি ইত্যাদি।

মাঝে মাঝে যেটা মেসেঞ্জারে সে জিজ্ঞেসা করে,

শুধু বললো না একবারও ভালোবাসি, এ জীবনে কেউ বললো না তোমাকে ভালোবাসি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়