সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

অপ্টিমিস্টিক
মোঃ জুয়েল হাওলাদার

শতাব্দীর শত কল্লোলিত ধারায়

হ্রদয়ের আবগাহন চিত্তে

উঁকি দেয় অস্তাচলের সুর্যের আভা।

নিজের সাথে নিজের প্রবঞ্চনা যেন

বেলাভূমির বালুচরে-

যাপিত জীবনের শেষ নিঃশ্বাস।

যে নিকষের জঠরে জন্মের আগেই মৃত

সেও পাষাণীর-

অভেদ্য বুক চিরে-

অস্ফুটস্বরে একবার বলে- অমি আসছি।

আমি তীর হারা তরীর ভাঙ্গা মাস্তুল

আমি ভাসতে পারি ,

আমি আশায় বুক বাধি--

আমি আশাবাদী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়