প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
যদি হতে না পারি কারো সুখ
তবে চাই না হতে তার অসুখ,
এ অসুখের নির্মূলেই হোক
তার জীবনের যত সুখ।
যদি হতে না পারি কারো আনন্দ
তবে চাই না হতে তার হৃদয়ের মন্দ,
এ মন্দের দূরীকরণে হোক
তার জীবনের যত আনন্দ।
যদি হতে না পারি কারো মায়া
তবে চাই না হতে তার কালো ছায়া,
এ ছায়ার নিঃশেষেই বাড়ুক
তার জীবনে যত মায়া।
যদি হতে না পারি কারো ভরসার মানুষ
তবে চাই না হতে তার অমানুষ,
এ অমানুষের প্রস্থানেই আসুক
তার জীবনে সুন্দর মানুষ।
যদি হতে না পারি কারো বিশ্বাসের বাতি
তবে চাই না হতে তার ক্ষতি,
এ ক্ষতি মুছেই হোক
তার জীবনের জ্যোতিময় গতি।
যদি হতে না পারি কারো মিষ্টি কল্পনা
তবে চাই না হতে তার কালো জল্পনা,
এ জল্পনার সমাপ্তিতেই হোক
তার জীবনটা সুন্দর আল্পনা।
যদি হতে না পারি কারো প্রিয়
তবে চাই না হতে তার অপ্রিয়,
এ অপ্রিয়র বিয়োগেই আসুক
তার জীবনে সুপ্রিয়।
যদি হতে না পারি কারো প্রেমের ফুল
তবে চাই না হতে তার মনের ভুল,
এ ভুলের নিমিষেই ফুটে উঠুক
তার জীবনে সুবাসিত হৃদয়কুল।
যদি হতে না পারি কারো ভালোবাসা
তবে চাই না হতে তার অন্তরের নিরাশা,
এ নিরাশার বিনাশেই আসুক
তার জীবনে ভালোবাসা।