প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
কবরদেশে ঘুমিয়ে আছে
উৎসর্গ : আয়িশা আলম রাফা (যে মা-মণি আমার আল্লাহর মেহমান হয়ে গেছে)
কবরদেশে ঘুমিয়ে আছে আমার ছোট্ট মা-মণি,
বুকের ভেতর জমে আছে অদৃশ্য ব্যথার খনি।
কেমন করে থাকি ভুলে পাই না ভেবে কুল,
মা যে আমার জান্নাতুল ফেরদাউসের ফুল।
বাবার জন্যে অপেক্ষা আর করে না খুকি,
সেপ্টেম্বরের সাতাশ থেকে আমি অনেক দুখি।
বাবার জন্যে এতো আদর এতো ভালোবাসা,
আজ কোথায় গিয়ে লুকিয়ে গেলি পাই না আমি দিশা!
তোর কাছে চলে যাওয়ার পেতাম যদি ভিসা,
অনেক আগেই চলে যেতাম দেখতাম সোনামুখ,
তোকে দেখে ভুলে যেতাম আমার সকল দুখ।
আয়নাবাজি
পরনিন্দা পরচর্চা অপমান আর অবহেলা,
দুনিয়ার এক আজব খেলা!
কাজের কাজী মান পায় না,
পোলাও কোরমা তার,
অকারণে ছোবল মারা নিত্য অভ্যাস যার!
স্বার্থান্ধ মানুষগুলো করছে গলাবাজি,
আপন ঢোলে বাজনা বাজায়, সে তো আয়নাবাজি!
কেমন করে পারে ওরা করতে এমন কাজ,
মানব হয়ে জন্ম নিলেও নেই ছটাক লাজ!
পরের ধনে মাস্তি করে গীবতচর্চায় রোজ,
অন্যের শ্রমের কামাই দিয়ে করে প্রীতির ভোজ!
এমন করে আর কতকাল,
তোমার জন্য অপেক্ষমান দুঃসহ পরকাল।