প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
নিষ্ফলতা
নিষ্ফলতা কাকে যে বলে শুনুন, নবজাতকের
হাতের দিকে তাকিয়ে দেখি মুষ্টিবদ্ধ শূন্য হাত
মৃতের হাতও শূন্য, মুষ্টিবদ্ধ। মাঝে কিছুকাল
এ হাতটাকেই পূর্ণ করতে মানুষ কুপোকাত।
বৃথা চেষ্টা
বাগানের ফুলে প্রজাপতি, ধরতে গেলেই উড়ে যায়।
চুপটি করে থাকো যদি
প্রজাপতিই বসবে এসে তোমার গায়।
সুখের পিছু ছুটে ছুটে
ওরে মন... পারলি না তো ধরতে তাকে!
সবুর করে দেখ্, সুখই এসে খুঁজবে তোকে।
তুমি যা চাও হয়তো কভু ঘটবে না তা-
কিন্তু দেখো, যা ঘটে তা ঠেকিয়ে রাখার চেষ্টা বৃথা।
মুখ ও মুখোশ
অজ্ঞাতে-অবচেতনে করি যেসব পাগলামি
সেটাই আসল আমি।
বিনা বিবেচনায় মানুষ যা করে, তা তার প্রকৃত রূপ।
অতি নিখুঁত ভেবে-চিন্তে যা করে মানুষ
সেটা তার মুখোশ।
মুখের উপর লাগানো কৃত্রিম ধোঁয়াশা ধুপ।
বিপ্রতীপ
খাঁচার পাখি সুখ খুঁজতে পালিয়ে গেলো বনে
মুক্ত বনে খাঁচার কথাই পড়ছে কেনো মনে!!
ঘরের বধূ ঘর ভেঙেছে শান্তি খুঁজতে শান্তি
শান্তি তো নেই, স্বামীর স্মৃতি বাড়িয়ে দিলো ক্লান্তি।
হারিয়ে গেলেই বুঝতে পারি- যা ছিলো তাই ভালো
যা ছিলো না খুঁজতে তাকে গিয়েই তো হারালো।
মানুষই মানুষকে পারে বদলাতে
একটু আঘাত যদি পাই, জ্বলে উঠবো আক্রোশে
বারুদে বারুদ ঘষা খেলে যেমন জ্বলে ওঠে
একটু আদর যদি দাও, গলে যাবো ভালোবেসে
প্রজাপতির পাখার বাতাসে যেমন ফুল ফোটে।
আঘাত নাকি আদর, বলো, কোনটা আমায় দেবে?
মানুষই মানুষকে পারে বদলাতে- দেখেছি ভেবে।