সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

আকিব শিকদারের কবিতা
অনলাইন ডেস্ক

শেষ সাধ

বড়ো সাধ ছিলো একবার জীবনে শুধু একবার

আমার স্বজনদের লাগি আমার স্বদেশের লাগি

উজ্জ্বল কিছু একটা যাবো করে। দিবা-নিশি বহুবার

ভেবে ভেবে ঘুমের মাঝে শ্বাসরুদ্ধ উঠেছি জাগি

দুঃস্বপ্ন দেখার মতো। তারপর মনে হলো

আমার জীবন গেছে চলে, হলো না কিছুই করা

আমার স্বজন আমার স্বদেশ আমারে বেসেছে ভালো

প্রতিদানে তার দেইনি কিছুই পায়নি কিছুই বসুন্ধরা।

যখন ফুরাবে এ পথচলা মৃত্যুর শেষে

শশ্মান কাঁদিয়ে জাফরানী চিতা নিভে যাবে

আমার দেহের ধূসর ছাই তোমরা উড়িয়ে দিও ঘাসে

মৃত্তিকা উর্বর হবে আমার স্বদেশ আমার পৃথিবী কিছু পাবে।

গুরু, একটু অলোক দাও...

তোমার পদধ্বনিতে ঘুমভাঙানিয়া সুর, তোমার চিন্তিত নিশ্বাস

যেন দুঃখ-তাড়ানিয়া গান, তোমার মশাল

জগতের যাবতীয় অন্ধকার দূরীভূত করে গেছে চিরকাল।

আজ দুর্দান্ত দুর্দিনের ধোয়াটে অন্ধ গুহায়

গুরু, একটু আলোক দাও... তোমার অনল

থেকে যেন বঞ্চিত না হয় আমার মশাল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়