প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
আমার আকাশ দেখা ভোর
অবিমিশ্র তবুও মলিন
খোলা বাতায়নের ধুলোমাখা গ্রিল ধরে
পশ্চিমাকাশ অবলোকন
সদা মেহেদি রাঙা হাতগুলো ও
এখন সাদাসিধে রঙহীন
নিরাসক্ত একটা অস্তিত্ব কল্পনায় মন।
সেই কাতর প্রার্থনা
আবহমান স্থবির কল্পনা
কাঁদো কাঁদো আখ্যায়িকায়
সেই মিথ্যে অভিমান, অভিনয়
আর একসাথে থাকার প্রত্যয়।
সেই মিথ্যে দিনগুলো
জীবনের সুন্দর স্মৃতিময় অংশ।
আজ যা বাস্তবতা
কাল তা গল্প।
আমি ভাবছি সেটাও কী সম্ভব
ছায়ার মতো সাথে লেগে থাকা
সেই বাস্তব সত্তা ও একদিন
তথাকথিত বাস্তবতার তাগিদে গল্প হয়ে যায়।
কাতরতায় পূর্ণ এই দিনগুলো ও কাল আর থাকবে না
গল্প হয়ে যাবে।
তবু এই কাতরতাই যেন সুখ
দুঃখে মাখা মলিন সুখ।
তবে ভোরের এ অবিমিশ্র আকাশ থেকে যাবে চিরকাল।
কেউ কি অনুভব করতে পারবে? আরেকজনের কষ্ট
পারবে না
দুঃখ, কষ্ট, একাকিত্ব, একান্তই নিজের
আমাদের শিক্ষা হয়
সবই ভ্রান্তির মায়াজাল
বাস্তব অস্তিত্ব ই এসে আমাদের টেনে নিয়ে যায়
সেই অলীক কল্পনায়।
কল্পনায় বসবাসরত আমরা বাস্তবতা ভুলে
নতুন করে বাঁচতে স্বপ্ন দেখি।
অতঃপর সেই বাস্তবতার অজুহাতেই আমাদের ফেলে রেখে পালিয়ে যায়।
কি অদ্ভুত না..!!
তবুও আমরা শুধু ভালোবাসাই খুঁজি
একটুকু ভালোবাসার ছোঁয়ায় সব কষ্ট ভুলি।
আবার সেই কল্পনার জগতে ডুবতেই ভালোবাসি
এই হলো অদ্ভুত মানব সত্তা।
এতো কিছুর মধ্যেও ভোরের পরিপাটি আকাশ অপরিবর্তনীয়
শত পরিবর্তনেও সে তার ছিমছাম রূপ হারায় না।
তুমি আবার ভোরের আকাশ হয়ে এসো প্রিয়।
ছিমছাম নীরবতায় আমাকে ছেয়ে যেয়ো
আমি দূর থেকে তোমায় অনুভব করবো।
আমার জীবনের প্রতিটি ভোর তোমার কল্পনায় তুলে রাখবো।
আমার প্রিয় কবিতারা, ভোরের স্নিগ্ধতায় মনে হানা দেয়।
তাদের আবার আসার আহ্বান।