রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

রাজকন্যার প্রেমে
উপেন্দ্র নাথ রায়

রূপকথার গল্পের সেই রাজকন্যার মত

স্বপ্নে এসে জুড়িয়ে দিলে মনের যত ক্ষত।

ঢাল তলোয়ার ছাড়াই ডালিম কুমার সেজে

পাতাল পুরির ফুল এনে খোঁপায় দিলাম গুঁজে।

সকল বাধা পেরিয়ে আমি হাত রাখলাম হাতে

যেন রাজকন্যা আর রাজত্ব হাতের মুঠোতে।

সাত মহলের বাড়ি হলো সাত রঙের বাহার

রাজ্যজুড়ে সবার মনে বইলো খুশির জোয়ার।

যখন তখন ঘুরে বেড়াই পংঙ্খীরাজের ঘোড়ায়

মহাশূন্যে যাই মিলিয়ে পবন পুরির হাওয়ায়।

তুমি তখন হাত বুলিয়ে সোনার কাঠির পরে

এক পলকে ফিরিয়ে আনো সাত মহলার ঘরে।

রাজকন্যার প্রেমে মজে রাজ্য গেলাম ভুলে

আমার আইনে বিচার হলো চড়তে হলো শূলে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়