প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার তরে
জীবন সংগ্রামে যিনি যান অবিরত লড়ে।
লালন-পালনে অবিচল করেন ক্লানহীন সেবাশুশ্রƒষা
ধরণীর বুকে এ যেনো অসীম কর্মবীর অদম্য এক যোদ্ধা।
নিজের জীবনের প্রতি যার নাই কোনো মায়া
সর্বদাই থাকেন হয়ে মাথার উপর ছায়া।
দ্বায়িত্বঘেরা পিতৃত্ববোধের প্রশস্ত যার বুক
সন্তানের মুখে হাসিই তার সবচেয়ে বড় সুখ।
অঙলি ধরে পৃথিবী চেনায় দেখায় জীবনের গতি
সদা জাগ্রত তিনি সন্তানের হয় না যেনো কোনো ক্ষতি।
শৈশব-কৈশোর যৌবনের সময়কাল সঠিক গঠনে অকৃত্রিম যার অবদান
তিনিই সেইজন মহান মানুষ চায়না যে তার কোন প্রতিদান।
থাকুক না থাকুক তার অর্থবিত্ত দালান-কোঠা বাড়ি-ঘর
শিক্ষা-দিক্ষায় জ্ঞানে-গুণে চরিত্র গঠনে তিনিই উৎকৃষ্ট কারিগর।
জীবন চলার প্রতিটি কদমে যার হৃদয়ে তারাই অমূল্য
সন্তানই তার সব অন্যকিছু হয়না যে তার সমতুল্য।
ছুঁতে যেনো না পারে কোনো অশুভ আর অনিষ্টঘেরা হায়েনার কালো থাবা
সব ধ্বংসের কবল থেকে যিনি আগলিয়ে রাখেন তিনিই সন্তানের প্রিয় বাবা।
বাবাই সন্তানের শ্রেষ্ঠ নেয়ামত বাবাই প্রিয়জন
তার মতো ধরণীর বুকে হয় না কেউ আপনজন।
বাবা নামক সম্পদ আছে যাদের তারাই ভাগ্যবান
সৃষ্টিকর্তা এ মহান মানুষটিকে করেন যেনো সুস্থতায় নেক হায়াত দান।
যার নেই এই বাবা নামক অমূল্য সম্পদ সে বুঝে তার কতটা ব্যথা
প্রার্থনা আখিরাতবাসী বাবারা জান্নাতের উদ্যানে থাকেন যেনো সেথা।