প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
(কৃতজ্ঞতা : কবিতাটির নামকরণ করেছেন বাংলা একাডেমির পরিচালক ড. আমিনুর রহমান সুলতান)
চাঁদ সূর্য তারায় জলমল গগনে
অমাবস্যা পূর্ণিমায়
অহর্নিশি সেজে
তর্জুনীর লাল-সবুজ ছায়ায়
চন্দ্র-সূর্য-গ্রহ-তারা বহমান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
আগস্টের-শোকাবহতায়
নিশ্বাসে নিশ্বাসে জাগ্রত তুমি
তোমার বহ্নিশিখা
কন্যা শেখ হাসিনার উচ্ছ্বসিত কণ্ঠস্বর
জয় বাংলা জয় বাংলা জয় বাংলা।
দুই.
একটি লাশের বীজ বপন
প্রাণহীন দেহকে ‘লাশ’ বলে
রক্তগঙ্গার জমিনে
একটি লাশের বীজ বপন
ছোপধরা পদযাত্রায় নিস্তব্ধতায় ঢাকা
অবহেলা অনাচারে
শুনশান নীরবতায় অঙ্কুরোদ্গম
মাটির আস্তরণ ভেদে
উঁকি দেয় কিরণ
কালো হাত
অবসর নেই বীজ বপনে
মেলা বসায় আগস্টে আগস্টে
স্টলে স্টলে আর্তনাদ
পুঞ্জিকায় ঝরা পাতা গাছ
গাছের ফল থেকে বেরোনো গন্ধ
নাকের ডগা দিয়ে উড়ে যায়
গাছ থেকে ছড়ায় ডাল-পালা
ওরা দোল খায়
মানবতার অন্ধ চোখ, বধিরের ভাষায়
হাসির রোদন বাদল হাওয়া
আষাঢ়-শ্রাবণের অঝোর ধারা বৃষ্টি
লাশের সৃষ্টি সুখের উল্লাস।