বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

প্রেমের খতিয়ান
আকাশ হোসেন

যদি মসৃণ-মায়াবী সুরে মোরে ডাকো,

আমি আসতে দ্বিধাবোধ করবো না।

তোমার চরণের ছায়াতলে-

আমি একটি প্রেমের চিঠি লিখেছিলাম

তোমার বাড়ির দেয়ালের বিলবোর্ডে,

ওই চিঠিটা গেঁথে রেখেছিলাম।

এভাবেই আমি তোমাকে প্রেম নিবেদন করেছি।

মন্থর প্রাণে তোমাকে জপেছি বারবার;

ফুলে ফুলে সাজিয়েছি তোমার অরণ্য।

কত ভাষায় লিখেছি প্রেমের খতিয়ান,

রক্ত দিয়ে সে খতিয়ানের স্বাক্ষর দিয়েছি।

কোনো এক পূর্ণিমার মধ্যরাতে-

পিয়ানো বাজিয়ে তোমাকে ডেকেছি।

অমাবস্যার গভীর নিকোশ মধ্যরাতে

‘তোমাকে না পেয়ে’ মদ্যপানে মেতেছি।

মনের ক্যানভাসে ইচ্ছায়-অনিচ্ছায়

তোমার মসৃণ হাত আর কোমল ঠোঁটে

আমার স্পর্শ করবার স্বাদ হয়েছে।

প্রচণ্ড কোলাহলের সন্ধ্যায় ধূপ জ্বালিয়ে,

প্রেমের পূজারি হয়ে তোমাকে ডেকেছি।

এভাবে, তোমাকে নিয়ে লেখা হয়েছে,

আমার আজন্ম প্রেমের খতিয়ান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়