প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
বয়ে যাওয়া বহু বছর
পথে চাইয়া দেখি
সুহাসিনী বন্ধুর আগমনে
মুগ্ধ আমার আঁখি।
তুমি পান বানিয়ো বুড়ি
বসতে দিবো পিঁড়ি
বাসমতীর পায়েস দিবো
খাইয়ো গো পেট ভরি।
প্রাণভরে গল্প করবো
হিজল গাছের তলে
কোচ ভরে শাপলা তুলুম
পুবের বিলের জলে।
একসাথে নাটাই ধরবো
ঘুড়ি উড়ানোর সাধ
ঘাসফুলে সুরভিত পথ
মন মানে না বাঁধ।
বুলবুলির বিয়ে দিবো
কুড়ি দানা কাবিন
বারো দানা উসুল দিলো
আট দানা ঋণ।
আমার শহর ভীষণ খুশি
মন্দিরে কার সুর
বেলিফুলের মালা গেঁথে
হারাবো অচিনপুর।
মজবো দুজন স্মৃতির প্রেমে
সুখ হয়ে তা ঝরে
পুরোনো কথা হাওয়ায় দোলে
তোমায় দেখার পরে।
নদীর পাড়ে হঠাৎ দেখা
হৃদমাজারে ঝড়
মনটাও আজ বিকে দিয়েছি
ছন্দ বেচার দর।
বন্ধু হয়ে ঝুলে গেছি
মন দিয়েছে বর
কিছু শব্দ গোপন থাকুক
তুমি হারানোর পর।
হারানোর তো নেই কিছুই
জমিয়ে নিলাম স্মৃতি
একটুখানি সুখের আদলে
লুকানো ব্যথার গীতী।
রাতে জোনাক দেখে
জ্ঞান হারানোর ভান
আদর মাখা ডাকের সুরে
জুড়িয়ে গেলো প্রাণ।
পেঁচার ডাকে চমকে উঠি
হারিয়ে ফেলার ভয়
তোমায় নিয়ে কাব্য হবে
করবো বিশ্ব জয়।
কল্পনাতে আমি সুখী
হলাম স্বপ্নবাজ
স্বপ্ন বুনে খাঁচায় পুরে
বিদায় দিলাম আজ।