প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
অনুকরণে অনুসরণে
রাতের নির্জনে তুমি করাত হাতে নামো রাস্তায়।
গোপনে অন্যের বাগানে চারাগাছ কেটে আসো।
সকালে দেখো, একি! তোমার বাগান
কেটে গেছে অন্য করাত চালক, গোপনে।
গলির মোড়ে ভাতিজা বয়সি ছেলেটা সিগারেট ফোকে।
দেখেও না দেখার ভান করো। অন্যের ছেলে
নষ্ট হচ্ছে, তোমার কী!
এদিকে তোমার মেয়েটা দশজন মুরুব্বিকে সাক্ষী রেখেই
ছেলেদের সাথে ডলাডলিতে মাতে।
তারা কেন ফেরাবে! তোমার মেয়ে তো তাদের কেউ না।
অথচ, তুমি করাত চালানো ষড়যন্ত্র থামালে
কমে যাবে পৃথিবীর একজন গোপন বৃক্ষনিধক।
সিগারেটখোর ছেলেটাকে ফেরালে
অবক্ষয় থেকে বাঁচবে একটি সন্তান। আর ঠিক তখনই
অনুকরণে অনুসরণে বদলে যাবে সমস্ত পৃথিবী।
ধূলি
আজ মরে দেখো কালকে তোমার
রক্ত-মাংস-চামড়া ও হাড়
সুঠাম দেহ সুশ্রী চেহারা নখ দাড়ি চুলগুলো
মাটির গ্রাসে ধূলি ধূলি হবে ধূলি।
কত পরিজন, বিশাল উঠোন
শানবাঁধা ঘাট বাড়ি আলিশান
এক নিমিষে অন্যের হাতে যাবে সমস্ত চলি
কালক্রমে ধূলি ধূলি হবে ধূলি।
আজ মরে দেখো কালকে তোমার
থাকবে শুধু সৎ-ব্যবহার
মানুষে মানুষে ভালোবাসা-বাসি পরোপকারগুলো
বাকি যা ছিল-ধূলি ধূলি হবে ধূলি।
থাকতে সময় আল্লাহরে ডাকো
পরজীবনের সঞ্চয় রাখো
সেজদায় পড়ে জায়নামাজে ঠেকাও মাথার খুলি
না হলে সব ধূলি হবে ধূলি।