বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

বহুরূপী রাজা
রুশো আরভি নয়ন

কতো রাজা এলো গেলো

কতো রাজা আসবে,

ক্ষমতাকে পুঁজি করে

কালো স্রোতে ভাসবে।

কতো রাজা দেশটাকে

রসাতলে নিয়ে যায়,

চাটুকের জাত এরা

সহমত বলে তাই।

কতো রাজা অবিচারে

থাকে তবু নিশ্চুপ,

বার বার বহুরঙে

সাজে তার ওই রূপ।

কতো রাজা প্রতিবাদে

জারি করে ধারা,

রাজপথের স্লোগানে

নেমে আসে যারা।

কতো রাজা কুশাসনে

ঝরে ঝরে পড়ে হায়,

দেশটাকে লুটেপুটে

চেটেপুটে খেয়ে যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়