প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
আজরাইল আসিয়া জীবনটা কাড়িয়া
কখন জানি লইয়া যাবে ওহে প্রিয়
করো না যে কখনো তাহারে তুমি স্মরণ
দুয়ারে একদিন আসিবেই আজরাইল
হঠাৎ করিয়া হইবে যেন তোমার মরণ
লইয়া যাইবে তোমার রুহটা হাতিয়ে
সেই না ঘরের কোণে এক আবাসস্থলে
দলে দলে হইবে বিচার ঐ না পরকালে
সেথায় তোমার যাইবে না যে সঙ্গী কেহ
মাটির সাথে মিশে যাইবে ঐ নিথর দেহ
দুদিনের দুনিয়ায় ছিল সব ভাড়াটিয়া
সেথা যাবে একা সবাইকে পর করিয়া
সবাই যেন আসিবে দেখিতে একনজর
নিবে না যে কেউ কখনো লাশের খবর
সুন্দর পৃথিবী সুন্দর সব রমনী ছাড়িয়া
রইবে সেথায় সারাজনম একা পড়িয়া।
বাবা-মা ভাই-বোন আত্মীয়-স্বজন সব
কাঁদবে বসিয়া নয়নের অশ্রু ঝরাইয়া
সাড়ে তিন হাত মাটির ঘরেতে তোমায়
সারাজনম রাখিবে একাকী শোয়াইয়া
সারাজীবন রইবা পরে নেই কেহ সাথী
আঁধার ঘরে নেই কোন প্রদীপের বাতি।