বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

তৃপ্তির হাসি
কাউছার আলম রবি

উৎসর্গ : প্রিয় শ্রমজীবী মানুষদের

মরুর চরে রমিজ মিয়া খাটছে ভেজায় খুব,

তীব্রদাহে উষ্ণমরু দেহে বাঁধছে অসুখ,

জ্বর সর্দি বৃষ্টি-বাদল পরোয়া নাহি করে,

মরুর বুকে হাসি ফুটাতে নিত্য খেটে মরে।

এইতো সেদিন দেখেছিনু ধূ ধূ মরুর চর,

আজকে সেথায় সবুজ দোলে,

যেনো ছোট্ট শিশু মায়ের কোলে,

ডাগর চরে কচি দেখে কিশোররা আত্মভুলে।

শ্যামল পাড়ায় রমিজ এসে মুচকি হাসেন রোজ,

ফলন তার উঠবে ঘরে আশায় বাঁধেন বুক,

ঘুনঘুনিয়ে যান শুনিয়ে আসছে সুবাতাস,

প্রকৃতি আর প্রচেষ্ঠা করেনা হতাশ।

এমন করে হাজার রমিজ তৃপ্তির হাসি হাসেন,

সবুজ-শ্যামল দেশটাকে তারা অনেক ভালোবাসেন,

শ্রমে ঘামে সাজান তারা রূপকথার এই দেশ,

খাদ্য ঘাটতি মিটাতে তাদের অবদান অশেষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়