প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০০:০০
কনক কুমার প্রামানিক
স্বপ্নের এক ফেরিওয়ালা-
বাড়ি বাড়ি স্বপ্নের ফেরি করি,
স্বর ভাঙা গলায় হাঁকি অবিরাম
স্বপ্ন বেচাকেনায় জীবনটা গড়ি।
স্বপ্ন নিবেন! স্বপ্ন!
কতশত রঙে রাঙানো রঙিন স্বপ্ন,
সুখণ্ডদূঃখ, হতাশা-বেদনা ভরা ধূসর স্বপ্ন
বিলাসী বাহারীর সাথে আছে নিম্ন।
স্বপ্ন নিবেন! স্বপ্ন!
সস্তায় দিয়ে যাবো আছে কয়েক মুহূর্ত,
ভোরের আলো ফুটতে শুরু করেছে
দিবসে বিলীন হয়ে ওরা হবে বিমূর্ত।