সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০০:০০

বিস্মৃত আমি
ফখরুল ইসলাম

দিগন্তজোড়া অস্তগামী লাল সূর্যের

ডুবে যাওয়া দেখতে দেখতে,

আমার ও বয়স বেড়ে চলে, শিরায় টান লাগে

ঈষৎ স্ফীত শরীর ঋজু হয়ে আসে

আর আমি প্রতিদিন ছোট হয়ে যাই।

স্বপ্নগুলো হারিয়ে যায় নীলিমায়,

দেখা হয় না প্রিয় মানুষের মুখ,

কথা হয় না কত প্রিয়জনের সাথে বহুদিন!

আমার বৃত্ত ছোট হয়ে আসে,

দৃষ্টি ঝাপসা হয়ে যায়,

আমি বিস্মৃত হতে থাকি।

আমার চোখ একটু সবুজ দেখবে বলে

আমার কান একটু পাখির ডাক শুনবে বলে

নদীর কলকল উচ্ছল শব্দ শুনবে বলে

প্রতীক্ষার প্রহর গুনে যায়।

অনেক কিছুই করা হয়নি বলে

অনেক কিছুই বলা হয়নি বলে

আমি নিঃশব্দ গোল হয়ে বসে থাকি।

বৃষ্টিহীন পুড়ে যাওয়া পাতার মতই

আমার স্বপ্নেরা খসে পড়ে টুপটাপ

আমি কেবল ছোট হয়ে যাই, বসে থাকি চুপচাপ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়