রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০০:০০

সমাজ বদলে গেছে
কাউছার আলম রবি

হৃদয় নদে চর জেগেছে,

মায়া-মমতা দেশ ছেড়েছে,

নিষ্ঠুরতা আর অবহেলা আমাদের গ্রাস করেছে,

মানবতার অপমৃত্যু হয়েছে!

কী দারুণ! সমাজ তো বদলে গেছে!

তুচ্ছ বিষয় মস্ত করে ঝগড়া বাধায় রোজ,

ভাইয়ে ভাইয়ে হয় না সন্ধি,

স্বার্থসিদ্ধী আর প্রতিহিংসায় বন্দি।

রক্তে রক্তে যুদ্ধ হয় দেখায় বাহুর বল,

কানকথা আর প্ররোচণা যত নষ্টের কল।

বলের ভারে ছলের কলে,

মানব গেছে আপন ভুলে।

পরের দুখে হয় না কাতর,

তেলা মাথায় তেল দিয়ে গাত্রে লাগায় আঁতর,

নিঃস্ব লোক কাছে গেলে আসে ওরা তেড়ে,

সমাজ বদলের করালগ্রাসে জ্ঞাতিত্ব ছেদন যাচ্ছে বেড়ে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়